Ajker Patrika

দেশে চলছে তামাশার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫: ১৭
দেশে চলছে তামাশার নির্বাচন

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) তার ক্ষমতা প্রয়োগ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নামে খুনোখুনি চলছে। নির্বাচনের নামে প্রহসন চলছে। তামাশার নির্বাচন চলছে দেশে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। জিএম কাদের বলেন, ইসি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিলেও কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করছে না। এর দায় কমিশনকেই নিতে হবে।

‘ঠুনকো কারণে জাপার প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে হচ্ছে’ এমন অভিযোগ করে জি এম কাদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা। আবার সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাপার প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকেরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।

অনুষ্ঠানে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। মন্ত্রণালয়ের গাড়িচালকেরা শত কোটি টাকার মালিক হন। কেরানির স্ত্রী হাজার কোটি টাকার মালিক। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। আওয়ামী লীগ ও বিএনপি’র ওপরে মানুষ অতিষ্ঠ। দেশের মানুষ আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত