Ajker Patrika

যে মেলায় শুধু নারীরাই ক্রেতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
যে মেলায় শুধু নারীরাই ক্রেতা

দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুর গ্রামে শুরু হয়েছে বউমেলা। গতকাল সোমবার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার শুরু হয়েছে। প্রতি বছর লক্ষ্মীপূজা পরের দিন আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলার। মেলায় শুধু নারীরাই কেনা কাটা করতে পারেন। পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। তবে মেলায় পুরুষ বিক্রেতা থাকেন। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। সাধারণত মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।

মেলায় কেনাকাটা করতে আসা সুমিতা, প্রিয়াংকা, দিপ্তিসহ অনেকে জানান, মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। এ যেন অন্যরকম আনন্দ।

মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, ‘লক্ষ্মীপূজা উপলক্ষে ৬৩ বছর ধরে এই বউমেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন করেন। এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। মেলার নিরাপত্তার জন্য পুলিশ নজরদারি রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত