Ajker Patrika

পঙ্কজ কুমার মল্লিক

সম্পাদকীয়
পঙ্কজ কুমার মল্লিক

পঙ্কজ কুমার মল্লিক ছিলেন একজন বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা। রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবেও তিনি বিশেষভাবে পরিচিত। তাঁর জন্ম ১৯০৫ সালের ১০ মে উত্তর কলকাতার মানিকতলার চালতাবাগানের এক বৈষ্ণব পরিবারে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র দ্বিপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রসংগীত শেখার সুযোগ পেয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক। অল্পকালের মধ্যেই তিনি রবীন্দ্রসংগীতের এক অগ্রণী শিল্পীর খ্যাতি অর্জন করেন। ম্যাট্রিকুলেশন পাস করার পর ভর্তি হয়েছিলেন বঙ্গবাসী কলেজে। কিন্তু শুধু গানের পেছনে ছুটতে গিয়ে পড়ালেখাটা আর এগোয়নি।

১৯২৬ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি ‘নেমেছে আজ প্রথম বাদল’ গানটি ভিয়েলোফোন কোম্পানি থেকে রেকর্ড করেন। ১৯২৭ সালের ২৬ সেপ্টেম্বর তিনি জীবনে প্রথম বেতারে গাইলেন রবীন্দ্রনাথের দুটি গান ‘এমন দিনে তারে বলা যায়/ এমন ঘন ঘোর বরিষায়’ আর ‘একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলে/ বসেছ ফুলসাজে সে কথা যে গেছ ভুলে’। বস্তুতপক্ষে সেই থেকে সংগীতকে জীবিকা গ্রহণের মাধ্যম হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তাঁর জীবনে। জীবিকার তাড়নায় পিতার নির্দেশে পাটের দালালি বাদ দিয়ে সংগীতকে পেশা হিসেবে গ্রহণ করেন। ১৯৭৫ সাল পর্যন্ত প্রায় ৪৮ বছর কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন।

১৯২৭ সাল থেকে তিনি কলকাতার ইন্ডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে কাজ শুরু করেন। এই সংস্থা পরে অল ইন্ডিয়া রেডিও (এআইআর) এবং বর্তমানে আকাশবাণী কলকাতা নামে পরিচিত। প্রায় ৫০ বছর তিনি আকাশবাণীতে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।

দীর্ঘ ৩৮ বছর ধরে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও তামিল চলচ্চিত্রে অবদান রাখেন। চলচ্চিত্রে তিনি কুন্দন লাল সায়গল, প্রমথেশ বড়ুয়া ও কানন দেবীর মতো শিল্পীদের সঙ্গে অভিনয়ও করেন। ভারতের প্রথম যুগের ফিল্ম স্টুডিও নিউ থিয়েটার্সের সঙ্গে তিনি ২৫ বছর যুক্ত ছিলেন।

খ্যাতনামা এই সংগীতশিল্পী সরকারি আমন্ত্রণে ১৯৭৪ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন। এর চার বছর পর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত