Ajker Patrika

৯ মাসেও গ্রেপ্তার হননি একমাত্র আসামি শ্বশুর

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১: ৩৬
৯ মাসেও গ্রেপ্তার হননি একমাত্র আসামি শ্বশুর

নোয়াখালীর সেনবাগে পুত্রবধূ সাহেরা খাতুন রেখাকে (৩৫) কুপিয়ে হত্যার ৯ মাস পার হলেও একমাত্র আসামি শ্বশুর আব্দুল মন্নানকে (৬৮) পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত বছরের ২৯ মার্চ সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়ীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক।

এতদিনেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নিহত গৃহবধূর বাবা আবদুর রহিম। তিনি বলেন, হত্যাকারী কোথায় আছে, এতদিনেও পুলিশের তার সন্ধান না পাওয়া দুঃখজনক।

প্রবাসে থাকা নিহতের স্বামী মো. বাবুল এ ঘটনার পর তাঁর বাবার বিচার দাবি করেন। তাঁর তিন সন্তানও মা হত্যার দ্রুত বিচার দাবি করেছে।

নিহতের স্বজন ও মামলা সূত্রে জানা যায়, নিহতের স্বামী মো. বাবুল মিয়া দীর্ঘ দিন প্রবাসে থাকার সুযোগে একা বাড়িতে থাকতেন গৃহবধূ সাহেরা খাতুন রেখা। তাঁর অসুস্থ শাশুড়ি রুম্মেন নেছাকে (৬৫) পুরোনো বাড়িতে থাকতে বাধ্য করা হতো। দুই নাতি ও এক নাতিনকে স্থানীয় মাদ্রাসার হোস্টেলে রেখে পড়ালেখা করাতেন। এ সুযোগে আব্দুল মন্নান তাঁকে প্রায়ই অনৈতিক কাজ করতে বাধ্য করতেন। প্রতিবাদ করলে নেমে আসত অবর্ণনীয় নির্যাতন।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিশ বৈঠক হয়। ঘটনার আগের দিন শ্বশুরের অনৈতিক আচরণের প্রতিবাদ করলে রেখার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল মন্নান গত ২৯ মার্চ সকালে রান্নাঘরে রেখাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যান। এ সময় পুরোনো বাড়িতে অবস্থানকারী স্ত্রী রুম্মেন নেছার কাছ থেকে জমি বিক্রির আড়াই লাখ টাকা এবং জামাকাপড় নিয়ে পালিয়ে যান। হত্যার ঘটনা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাড়ির পাশের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও মন্নানের রক্তাক্ত পাঞ্জাবি উদ্ধার করে। এ ঘটনায় আব্দুল মন্নানকে একমাত্র আসামি করে মামলা করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি জানান, পলাতক শ্বশুর আব্দুল মন্নানকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত