Ajker Patrika

খাল উদ্ধারে মেয়র টিকল না দখলদারেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬: ৪৮
Thumbnail image

মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা অবৈধ বহুতল ভবন, মার্কেট, টিনশেড ঘর ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দখলদারদের বাধার মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। প্রভাবশালী দখলদারদের হম্বিতম্বিতে ভ্রুক্ষেপ না করে একের পর এক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেয়র আতিকুল ইসলাম অভিযানের উদ্বোধন করেন। এ সময় ঢাকা জেলার প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে খালের জমি দখল করে গড়ে তোলা দুটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় খাল ভরাট করে গড়ে তোলা হয় দোকানপাট। এরপর খালের জায়গায় বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক সমিতির অফিস উচ্ছেদ করতে গেলে বাধা দেন শ্রমিকেরা। এ সময় তাঁরা দাবি করেন, ‘এটি একটি মসজিদ, এটা উচ্ছেদ করা যাবে না।’ একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন শ্রমিকেরা। এতে কোনোরকমে রক্ষা পান মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বেলা দেড়টার দিকে খালের ওপর গড়ে ওঠা ‘একতা কাঁচাবাজার’ উচ্ছেদ করতে গেলে আবার বাধা দেন কয়েকজন নারী। তাঁদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। নির্দেশনা অমান্য করে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশ। আটকের প্রায় চার ঘণ্টা পর আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য ফারজানা কলি ও মারুফা কাজল এবং স্থানীয় আল-আমিন ও লিটন মিয়াকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, ‘নোটিশ দিয়ে কোনো কাজ হয় না। তাই এখন থেকে বিনা নোটিশেই অবৈধ স্থাপনা উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। আগামী তিন দিন অভিযান চলবে।’

তিনি বলেন, ‘অবৈধ স্থাপনার কারণে খালের গতি বন্ধ হয়ে গেছে। দখলদারেরা খাল দখল করে রাস্তা বানিয়ে ফেলেছে। তারা এত বড় সাহস কীভাবে পায়! এটা তো এক দিনে হয়নি। রাজউক, ঢাকা জেলা প্রশাসনসহ কারোরই অনুমোদন নেই এখানে।’

খাল দখলে দায় কার জানতে চাইলে মেয়র বলেন, ‘আমরা মাত্র এক বছর আগে দায়িত্ব পেয়েছি। ওয়াসা ঠিকমতো দায়িত্ব পালন না করায় খালের এমন পরিণতি হয়েছে।’

ডিএনসিসির প্রায় ছয় ঘণ্টার অভিযানে ৩০টি দোকান, দুটি ভবনের অবৈধ অংশ, একটি বাজার ও দুটি রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত