Ajker Patrika

পোস্টার লাগানোর সময় বিদ্যুতায়িত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ০৮
পোস্টার লাগানোর সময় বিদ্যুতায়িত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের পোস্টার সাঁটানোর সময় বিদ্যুতায়িত হয়ে লাল চাঁদ (২৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নির্বাচনী পোস্টার সাঁটানোর সময় বিদ্যুতের মেইন লাইনের কেবলে লেগে লাল চাঁদের শরীর ঝলসে যায়। তিনি উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের দৌরিহ্রদ গ্রামের উত্তরপাড়ার মৃত মহসীন আলীর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবু তাহের বলেন, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান সোহানের ঘোড়া প্রতীক ও মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনের টিউবওয়েল প্রতীকের প্রচারণার জন্য পোস্টার লাগানো কাজ করছিলেন লাল চাঁদ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এলাকার খোড়দ মোড়ের একটি বাড়ির দ্বিতীয় তলায় ছাদের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের পোলের সঙ্গে পোস্টার সাঁটাচ্ছিলেন তিনি। এ সময় অসাবধানতায় বিদ্যুতের মেইন সংযোগের কেবলের ওপর পড়ে যায় তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, লাল চাঁদের বুক থেকে কোমর পর্যন্ত ৪০ ভাগ পুড়ে গেছে। তাঁর হার্টের অবস্থা খুবই খারাপ। তাঁকে রামেকে পাঠানো হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান বলেন, সকালে লাল চাঁদ আমার পোস্টার সাঁটাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনার সময় না। প্রতিপক্ষের লোকজন আমার ক্ষতি করার জন্য অপপ্রচার চালাচ্ছে।

মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনের বক্তব্য লাল চাঁদ তাঁর নয় অন্য কারও পোস্টার সাঁটাচ্ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত