Ajker Patrika

হাওরে আমন কাটা শুরু কৃষকের মুখে হাসি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
হাওরে আমন কাটা শুরু  কৃষকের মুখে হাসি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এখন চলছে বোনা আমন কাটা ও মাড়াইয়ের মৌসুম। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ফলন ভালো হয়েছে। বাজারে চাহিদামত ধানের দাম থাকায় এবং বোরোধান চাষের আগে বাড়তি ফসল ঘরে তুলতে পেরে তাঁরা আনন্দিত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি ইউনিয়নে ১০০ একর জমিতে এবার বিভিন্ন জাতের বোনা আমন বা ঝলিধান চাষ করা হয়েছে। আবাদের খরচ কম। চলতি মৌসুমে ফলনও ভালো হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানানা, হাওরে বোরো ধান কাটার সময় অধিকাংশ জমি তলিয়ে যায়। অল্প উঁচু জমিতে বোনা আমন চাষ করা হয়েছে। বোনা আমনকে অঞ্চল বেধে আছড়া আমন, বাওয়া আমন বা গভীর পানির আমন বলা হয়। এবার মেই ফুরচুঙ্গ, মোটা ফুরচুঙ্গ, গুডা ও আর্শিন্নাসহ ৫ ধরনের দেশীয় জাতের ধান চাষ করা হয়েছে। যে বছর বর্ষার পানি আসতে দেরি হয় সেই বছর বোনা আমন চাষ করা হয়। বোনা আমন চাষে একর প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা খরচ করা হয়। ফলন হয় একরে ২০ থেকে ২৩ মণ।

এই বিষয়ে জানতে চাইলে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, বোনা আমন হাওরাঞ্চলের প্রেক্ষাপটে কম খরচে পাওয়া বাড়তি ফসল। বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকেরা বোনা আমন চাষে উৎসাহী হচ্ছেন। আর রোগবালাই কম থাকা ও ভালো ফলনে কৃষকেরা লাভবান হবে। এইবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত