আয়নাল হোসেন, ঢাকা
নিষিদ্ধ আড্ডা, মাদকের আখড়া কিংবা অবৈধ দোকানপাট—এসবের কিছুই নেই এখন। মাঠটির সীমানাবেষ্টনী ঘেঁষে রয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। ভেতরে হালকা সবুজ ঘাস। সকাল-বিকেল শিশু থেকে বয়স্ক—সবাই ভালো সময় কাটান পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠে। তবে এতসব ভালো দিক ম্লান করে দিয়েছে মাঠটির দক্ষিণ পাশে থাকা ময়লা-আবর্জনা। যে কারণে উৎকট গন্ধে নাক চেপে চলতে হয়। অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে ভোগান্তিতে পড়েন এখানে আসা মানুষেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ মাঠের দক্ষিণ পাশে একটি ডাস্টবিন ছিল। তবে মাঠটি সংস্কার করার সময় সেখানকার ময়লা-আবর্জনা দক্ষিণ পাশে রাখা হয়। এরপর থেকে আশপাশের লোকজনও ময়লা ফেলা শুরু করে। বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডের সব ময়লা-আবর্জনাই মাঠের পাশে ফেলা হচ্ছে।
দীর্ঘদিন ধরে মাঠটি অরক্ষিত ও অবহেলিত ছিল। গত বছরের শেষ দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘জল সবুজে ঢাকা’ প্রকল্পের মাধ্যমে ১২ কোটি টাকা ব্যয়ে এ মাঠের উন্নয়নকাজ শেষ করা হয়। মাঠের চারপাশে হাঁটার রাস্তা তৈরি করা হয়। ভেতরে খেলাধুলার জন্য স্টিলের তারের তৈরি উঁচু সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। পূর্ব পাশে পথচারী ও এলাকাবাসীর বসার জন্য মার্বেল পাথরের টাইলস দিয়ে বসার স্থান নির্মাণ করা হয়েছে। সেখানে নানা ধরনের গাছও রোপণ করা হয়েছে। মাঠের চারপাশে হাঁটার রাস্তা তৈরি হওয়ায় সেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যায় কয়েক শ লোক হাঁটাহাঁটি করেন। ভেতরে চলে খেলাধুলা। মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে মাজেদ সরদার কমিউনিটি সেন্টার। সেখানে রয়েছে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ও। তবে ময়লা-আবর্জনা ফেলার কারণে কমিউনিটি সেন্টারটি আগের মতো ভাড়া হয় না। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় লোকজন ভাড়া নেন না বলে জানান স্থানীয়রা।
বংশালের আগাসাদেক রোডের মাদ্রাসাশিক্ষক ও বাসিন্দা আমজাদ আলী বলেন, ‘আমি এখানে প্রতিদিনই হাঁটতে আসি। মাঠের দক্ষিণ পাশে ময়লা-আবর্জনা থাকায় ভোগান্তিতে পড়তে হয়। মাঠে নতুন যাঁরা আসেন তাঁরা চারপাশ না ঘুরে উল্টো দিকে চলে যান। অনেককে আবার দেখি, মাস্ক পরে দ্রুত পার হচ্ছেন। এমন পরিবেশে আসলে ভাগাড় মানায় না।’
পথচারী আনোয়ার হোসেন বলেন, ‘পুরান ঢাকায় উন্মুক্ত জায়গার সংকট রয়েছে। এর মধ্যে মাঠটি এলাকাবাসীর জন্য আশীর্বাদই বলা যায়। সিটি করপোরেশন মাঠটি সংস্কার করায় মানুষ এখানে নির্মল বাতাস নিতে আসে। কিন্তু সেই বাতাসে জীবাণু ছড়াচ্ছে ময়লা-আবর্জনা।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান বলেন, ‘সিটি করপোরেশনের প্রধান কাজই হচ্ছে ময়লা-আবর্জনা পরিষ্কার করা। ময়লা-আবর্জনা পরিবেশদূষণ ছাড়াও মানুষের রোগ-বালাইয়ের অন্যতম কারণ। আমরা চাই সিটি করপোরেশন এটি অপসারণ করুক।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি ১১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (৩১, ৩২, ৩৩) নাসরিন রশিদ পুতুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুরান ঢাকার বিভিন্ন সড়কে নর্দমার লাইনের সংস্কারকাজ চলমান থাকায় সেখানে যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে ঠিকভাবে ময়লা সরানো যাচ্ছে না। তবে যত দূর জানি, মেয়র দ্রুত স্থায়ীভাবে ময়লা ফেলার ব্যবস্থা করবেন এবং মাঠের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন।’
নিষিদ্ধ আড্ডা, মাদকের আখড়া কিংবা অবৈধ দোকানপাট—এসবের কিছুই নেই এখন। মাঠটির সীমানাবেষ্টনী ঘেঁষে রয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। ভেতরে হালকা সবুজ ঘাস। সকাল-বিকেল শিশু থেকে বয়স্ক—সবাই ভালো সময় কাটান পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠে। তবে এতসব ভালো দিক ম্লান করে দিয়েছে মাঠটির দক্ষিণ পাশে থাকা ময়লা-আবর্জনা। যে কারণে উৎকট গন্ধে নাক চেপে চলতে হয়। অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে ভোগান্তিতে পড়েন এখানে আসা মানুষেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ মাঠের দক্ষিণ পাশে একটি ডাস্টবিন ছিল। তবে মাঠটি সংস্কার করার সময় সেখানকার ময়লা-আবর্জনা দক্ষিণ পাশে রাখা হয়। এরপর থেকে আশপাশের লোকজনও ময়লা ফেলা শুরু করে। বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডের সব ময়লা-আবর্জনাই মাঠের পাশে ফেলা হচ্ছে।
দীর্ঘদিন ধরে মাঠটি অরক্ষিত ও অবহেলিত ছিল। গত বছরের শেষ দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘জল সবুজে ঢাকা’ প্রকল্পের মাধ্যমে ১২ কোটি টাকা ব্যয়ে এ মাঠের উন্নয়নকাজ শেষ করা হয়। মাঠের চারপাশে হাঁটার রাস্তা তৈরি করা হয়। ভেতরে খেলাধুলার জন্য স্টিলের তারের তৈরি উঁচু সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। পূর্ব পাশে পথচারী ও এলাকাবাসীর বসার জন্য মার্বেল পাথরের টাইলস দিয়ে বসার স্থান নির্মাণ করা হয়েছে। সেখানে নানা ধরনের গাছও রোপণ করা হয়েছে। মাঠের চারপাশে হাঁটার রাস্তা তৈরি হওয়ায় সেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যায় কয়েক শ লোক হাঁটাহাঁটি করেন। ভেতরে চলে খেলাধুলা। মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে মাজেদ সরদার কমিউনিটি সেন্টার। সেখানে রয়েছে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ও। তবে ময়লা-আবর্জনা ফেলার কারণে কমিউনিটি সেন্টারটি আগের মতো ভাড়া হয় না। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় লোকজন ভাড়া নেন না বলে জানান স্থানীয়রা।
বংশালের আগাসাদেক রোডের মাদ্রাসাশিক্ষক ও বাসিন্দা আমজাদ আলী বলেন, ‘আমি এখানে প্রতিদিনই হাঁটতে আসি। মাঠের দক্ষিণ পাশে ময়লা-আবর্জনা থাকায় ভোগান্তিতে পড়তে হয়। মাঠে নতুন যাঁরা আসেন তাঁরা চারপাশ না ঘুরে উল্টো দিকে চলে যান। অনেককে আবার দেখি, মাস্ক পরে দ্রুত পার হচ্ছেন। এমন পরিবেশে আসলে ভাগাড় মানায় না।’
পথচারী আনোয়ার হোসেন বলেন, ‘পুরান ঢাকায় উন্মুক্ত জায়গার সংকট রয়েছে। এর মধ্যে মাঠটি এলাকাবাসীর জন্য আশীর্বাদই বলা যায়। সিটি করপোরেশন মাঠটি সংস্কার করায় মানুষ এখানে নির্মল বাতাস নিতে আসে। কিন্তু সেই বাতাসে জীবাণু ছড়াচ্ছে ময়লা-আবর্জনা।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান বলেন, ‘সিটি করপোরেশনের প্রধান কাজই হচ্ছে ময়লা-আবর্জনা পরিষ্কার করা। ময়লা-আবর্জনা পরিবেশদূষণ ছাড়াও মানুষের রোগ-বালাইয়ের অন্যতম কারণ। আমরা চাই সিটি করপোরেশন এটি অপসারণ করুক।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি ১১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (৩১, ৩২, ৩৩) নাসরিন রশিদ পুতুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুরান ঢাকার বিভিন্ন সড়কে নর্দমার লাইনের সংস্কারকাজ চলমান থাকায় সেখানে যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে ঠিকভাবে ময়লা সরানো যাচ্ছে না। তবে যত দূর জানি, মেয়র দ্রুত স্থায়ীভাবে ময়লা ফেলার ব্যবস্থা করবেন এবং মাঠের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫