Ajker Patrika

বর্জ্যে বেহাল পুরান ঢাকার বাংলাদেশ মাঠ

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৮: ৩১
বর্জ্যে বেহাল পুরান ঢাকার বাংলাদেশ মাঠ

নিষিদ্ধ আড্ডা, মাদকের আখড়া কিংবা অবৈধ দোকানপাট—এসবের কিছুই নেই এখন। মাঠটির সীমানাবেষ্টনী ঘেঁষে রয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। ভেতরে হালকা সবুজ ঘাস। সকাল-বিকেল শিশু থেকে বয়স্ক—সবাই ভালো সময় কাটান পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠে। তবে এতসব ভালো দিক ম্লান করে দিয়েছে মাঠটির দক্ষিণ পাশে থাকা ময়লা-আবর্জনা। যে কারণে উৎকট গন্ধে নাক চেপে চলতে হয়। অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে ভোগান্তিতে পড়েন এখানে আসা মানুষেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ মাঠের দক্ষিণ পাশে একটি ডাস্টবিন ছিল। তবে মাঠটি সংস্কার করার সময় সেখানকার ময়লা-আবর্জনা দক্ষিণ পাশে রাখা হয়। এরপর থেকে আশপাশের লোকজনও ময়লা ফেলা শুরু করে। বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডের সব ময়লা-আবর্জনাই মাঠের পাশে ফেলা হচ্ছে।

দীর্ঘদিন ধরে মাঠটি অরক্ষিত ও অবহেলিত ছিল। গত বছরের শেষ দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘জল সবুজে ঢাকা’ প্রকল্পের মাধ্যমে ১২ কোটি টাকা ব্যয়ে এ মাঠের উন্নয়নকাজ শেষ করা হয়। মাঠের চারপাশে হাঁটার রাস্তা তৈরি করা হয়। ভেতরে খেলাধুলার জন্য স্টিলের তারের তৈরি উঁচু সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। পূর্ব পাশে পথচারী ও এলাকাবাসীর বসার জন্য মার্বেল পাথরের টাইলস দিয়ে বসার স্থান নির্মাণ করা হয়েছে। সেখানে নানা ধরনের গাছও রোপণ করা হয়েছে। মাঠের চারপাশে হাঁটার রাস্তা তৈরি হওয়ায় সেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যায় কয়েক শ লোক হাঁটাহাঁটি করেন। ভেতরে চলে খেলাধুলা। মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে মাজেদ সরদার কমিউনিটি সেন্টার। সেখানে রয়েছে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ও। তবে ময়লা-আবর্জনা ফেলার কারণে কমিউনিটি সেন্টারটি আগের মতো ভাড়া হয় না। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় লোকজন ভাড়া নেন না বলে জানান স্থানীয়রা।

বংশালের আগাসাদেক রোডের মাদ্রাসাশিক্ষক ও বাসিন্দা আমজাদ আলী বলেন, ‘আমি এখানে প্রতিদিনই হাঁটতে আসি। মাঠের দক্ষিণ পাশে ময়লা-আবর্জনা থাকায় ভোগান্তিতে পড়তে হয়। মাঠে নতুন যাঁরা আসেন তাঁরা চারপাশ না ঘুরে উল্টো দিকে চলে যান। অনেককে আবার দেখি, মাস্ক পরে দ্রুত পার হচ্ছেন। এমন পরিবেশে আসলে ভাগাড় মানায় না।’

পথচারী আনোয়ার হোসেন বলেন, ‘পুরান ঢাকায় উন্মুক্ত জায়গার সংকট রয়েছে। এর মধ্যে মাঠটি এলাকাবাসীর জন্য আশীর্বাদই বলা যায়। সিটি করপোরেশন মাঠটি সংস্কার করায় মানুষ এখানে নির্মল বাতাস নিতে আসে। কিন্তু সেই বাতাসে জীবাণু ছড়াচ্ছে ময়লা-আবর্জনা।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান বলেন, ‘সিটি করপোরেশনের প্রধান কাজই হচ্ছে ময়লা-আবর্জনা পরিষ্কার করা। ময়লা-আবর্জনা পরিবেশদূষণ ছাড়াও মানুষের রোগ-বালাইয়ের অন্যতম কারণ। আমরা চাই সিটি করপোরেশন এটি অপসারণ করুক।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি ১১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (৩১, ৩২, ৩৩) নাসরিন রশিদ পুতুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুরান ঢাকার বিভিন্ন সড়কে নর্দমার লাইনের সংস্কারকাজ চলমান থাকায় সেখানে যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে ঠিকভাবে ময়লা সরানো যাচ্ছে না। তবে যত দূর জানি, মেয়র দ্রুত স্থায়ীভাবে ময়লা ফেলার ব্যবস্থা করবেন এবং মাঠের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত