Ajker Patrika

হাটে ক্রেতার ভিড় দাম চড়া, বিক্রি কম

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৯: ২৫
হাটে ক্রেতার ভিড় দাম চড়া, বিক্রি কম

জয়পুরহাটের কালাই উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ায় পশুর হাটে ক্রেতা-বিক্রেতার সমাগম বেড়েছে। তবে আগের চেয়ে পশুর হাটে কমেছে আমদানি। সেই সঙ্গে বিক্রিও কম।

সংশ্লিষ্টরা বলছেন বাজারে গোখাদ্যের দাম বাড়ায় পশু পালনেও খরচ বেড়েছে। সে জন্য গরু ছাগলের দাম ঊর্ধ্বমুখী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কালাই উপজেলার ৯৯.৬১ শতাংশ মানুষ করেনার টিকা নিয়েছেন। করোনা সংক্রমণ নেই বললেই চলে।

উপজেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী পুনট হাটে গতকাল সোমবার দুপুরে গরু বেচতে এসেছেন আব্দুল হাকিম। তিনি বলেন, ‘গরুর খাওন আর দিবার পারোছি না। ভুসি, চালের খুদি, ফিড, সবগুলোর দাম হু হু করি বাড়ছে। সংসার খরচই কুলার পাওছি না। মাঠোত ঘাস নাই। একমুঠ ঘাস যদি হাটোত কিনতে যায় ১০ টাকা নেয়। কম করি খাবার দিবার গেলেও ৬০ থেকে ৭০ টাকা লাগে। ওই জন্যে গরু বেচপা আসছি। গরু বেচপা আসে মনের মতোন কেউ দাম ও কয় না।’

তবে ক্রেতারা বলছেন গরু, ছাগলের দাম বেশি চাওয়া হচ্ছে।

গরু কিনতে এসেছেন ৩৫-৪০ হাজার টাকার মধ্যে উপজেলার পাঁচপাইকা গ্রামের শাহরিক সিদ্দিক সবুজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিক্রেতারা গরুর দাম অনেক বেশি চাচ্ছেন। আগের চেয়ে গরুর বাজার ঊর্ধ্বগতি। প্রতিটা ছোট গরুর দাম ৫-৭ হাজার টাকা ও বড় গরু ১৫-২০ টাকা বেড়েছে। আকারের সঙ্গে দামের সামঞ্জস্য নেই।

হাটে মাংসের গরুর চাহিদা বেশি বলে জানান ব্যবসায়ী আমজাদ হোসেন। তিনি বলেন, এ সময় যে গরুগুলো বিক্রি হচ্ছে তার ৯০ ভাগই মাংসের উদ্দেশ্যে কেনা। বাজারে গোখাদ্যের দাম বাড়ায় গরুর দামও বেড়েছে, বেড়েছে মাংসেরও দাম। প্রতি কেজি গরুর মাংস ৫৮০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু গরুর দামই নয়, বেড়েছে ছাগলের দামও। ছাগল কিনতে এসেছেন উপজেলার মুলগ্রামের রায়হান হোসেন। তিনি বলেন, ‘খাসি কিনতে এসেছি। সাড়ে ১২ হাজার টাকায় খাসি কিনেছি। আগের চেয়ে খাসির দাম বেড়েছে প্রায় দুই হাজার টাকা।’

বিক্রি কেমন জানতে চাইলে ছাগলের রসিদ লেখন শফিকুল ইসলাম বলেন, করোনার আগে প্রতি হাটে ৩০০-৪০০টি ছাগল, ভেড়া বিক্রি হয়েছে। এখন প্রতি হাটে ৬০-৭০টি ছাগল বিক্রি হয়। গতকাল সোমবার দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে ১০টি ছাগল।

উপজেলা ভেটেরিনারি সার্জন মো. নুরুজ্জামান বলেন, ‘বাজারে গোখাদ্যের দাম বাড়ায় গরু পালন খরচ বেড়েছে। সে জন্য গরুর বাজারও ঊর্ধ্বমুখী। তবে খামারিদের খরচ কমিয়ে কীভাবে গরু পালন করা যায় তাঁর পরামর্শ দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত