Ajker Patrika

মুলাদীতে দেড় হাজার হেক্টর আমন ক্ষতিগ্রস্ত

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ৫৭
মুলাদীতে দেড় হাজার হেক্টর আমন ক্ষতিগ্রস্ত

মুলাদীতে মাটিতে শুয়ে পড়েছে প্রায় দেড় হাজারর হেক্টর জমির আমন ধান গাছ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বর্ষণে এ অবস্থা হয়েছে। অনেক জায়গার ধান হাঁটু বা তারও বেশি পানিতে নিমজ্জিত হয়েছে। এ নিয়ে কৃষকদের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

তবে আমন ধান বেশির ভাগ পাকা ও বাকিটা পরিপক্ব হওয়ায় আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তবে দীর্ঘ স্থায়ী জলাবদ্ধতায় ধান নষ্ট হতে পারে।

উপজেলা কৃষি দপ্তর থেকে জানা গেছে, চলতি বছর উপজেলায় প্রায় ৪ হাজার ৫৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়। এর মধ্যে ৪০ শতাংশ ধান কৃষকেরা তুলেছেন। গত কয়েক দিনের বর্ষণে ১ হাজার ৫০০ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে। শতকরা ২৫-৩৫ ভাগ জমিতে পানি রয়েছে।

এ ছাড়া অধিকাংশ খেসারি ও মসুরি ডাল খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

চরডিক্রী গ্রামের কৃষক তোফায়েল সরদার বলেন, বৃষ্টি ও বাতাসে ধান শুয়ে পড়েছে। জমিতে হাঁটু পরিমাণ পানি আছে। দ্রুত পানি না কমলে ধান নষ্ট হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান বলেন, পরিপক্ব কিংবা পাকা ধান পানিতে নিমজ্জিত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খরা হলে এসব ধান কেটে কৃষকেরা ঘরে তুলতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত