হারুনুর রশিদ, রায়পুরা
নরসিংদীর রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়নের কাটাখাল দুই যুগেও খনন করা হয়নি। এতে ক্রমাগত পলি জমে পানির প্রবাহ কমে গেছে খালটির। এতে এই খালের পানির ওপর নির্ভরশীল এ অঞ্চলের চাষিদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। চলতি বোরো মৌসুমে কাটাখালের পানির ওপর নির্ভর করেই ৫০০ একর জমিতে বোরো চাষ করা হয়েছে। এখন শুষ্ক মৌসুমে খালে তেমন পানি নেই। তাই অনেক ধানখেত শুকিয়ে গেছে। অনেক ধানি জমি শুকিয়ে পাতায় হলুদ রং দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকেরা বলছেন, সেচের পানির অভাবে ক্ষতির শঙ্কা করছেন এখানকার বেশির ভাগ কৃষক। এই সমস্যা সমাধানে তিন কিলোমিটার অংশ দ্রুত খননের মাধ্যমে খালটির পানির প্রবাহ সচল করার উদ্যোগ নেওয়া হোক। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, খালটি খননের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলেই দ্রুত খালটি খনন করা হবে।
সরেজমিনে দেখা গেছে, খালে পানি নেই বললেই চলে। এই এলাকার বেশির ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেচের পানির জন্য কাটাখালের পানির ওপর নির্ভরশীল তাঁরা। কিন্তু খালটিতে পলিমাটি জমে পানির প্রবাহ কমে গেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় চর আড়ালিয়ার ২০০ কৃষক কাটাখালের পানি দিয়ে চাষাবাদ করতেন। তাঁদের ৫০০ একর জমির জন্য ৮টি সেচ পাম্প বসানো হয়েছে। এসব পাম্প যথেষ্ট নয়। এদিকে খালে পানি না থাকায় ধানখেতের মাটি ফেটে চৌচির হচ্ছে। বছরের পর বছর ধরে পলি জমে কাটাখাল এখন অস্তিত্বসংকটে। দুই যুগেও খাল খননের উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এতে ফসল উৎপাদন ব্যাহতসহ আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় আছেন তাঁরা।
স্থানীয় কৃষক নাসির উদ্দিন, শাহ আলম, নোয়াব মিয়া ও আক্তার মিয়া বলেন, কাটাখালের পানির ওপর নির্ভর করেই ৫০০ একর জমিতে বোরো চাষ করা হয়। শুষ্ক মৌসুমে খালে তেমন পানি নেই। ফলে ধানখেত শুকিয়ে গেছে। পাতায় হলুদ রং দেখা দিয়েছে। খালটির তিন কিলোমিটার অংশ দ্রুত খননের দাবি জানান তাঁরা।
চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার বলেন, এই জনপদের বেশির ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেচের পানির জন্য কাটাখালের ওপর নির্ভরশীল তাঁরা। কিন্তু খালটিতে পলিমাটি জমে পানির প্রবাহ কমে গেছে। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। দুই যুগেও খালটি খনন করা হয়নি। কৃষকদের দুর্ভোগ লাঘবে কাটাখাল খনন এখন সময়ের দাবি।
রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, নাব্য কমে যাওয়ায় কাটাখালের পানির প্রবাহ কমে গেছে। এতে ফসল উৎপাদন কমবে। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। খালটি খনন করা প্রয়োজন।
এ নিয়ে জানতে চাইলে নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহাবউদ্দিন আহমেদ বলেন, ৬৪ জেলার খাল খনন প্রোগ্রামের মধ্যে কাটাখালটি রয়েছে। এর দুই কিলোমিটার অংশ খনন প্রস্তাবনায় আছে। ইতিমধ্যে প্রথম ধাপে অনেক খাল খননের অনুমোদন পেয়েছে। দ্বিতীয় ধাপে অনুমোদনের অপেক্ষায় এই কাটাখাল। অনুমোদন পেলেই দ্রুত খালটির খননকাজ শুরু হবে।
নরসিংদীর রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়নের কাটাখাল দুই যুগেও খনন করা হয়নি। এতে ক্রমাগত পলি জমে পানির প্রবাহ কমে গেছে খালটির। এতে এই খালের পানির ওপর নির্ভরশীল এ অঞ্চলের চাষিদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। চলতি বোরো মৌসুমে কাটাখালের পানির ওপর নির্ভর করেই ৫০০ একর জমিতে বোরো চাষ করা হয়েছে। এখন শুষ্ক মৌসুমে খালে তেমন পানি নেই। তাই অনেক ধানখেত শুকিয়ে গেছে। অনেক ধানি জমি শুকিয়ে পাতায় হলুদ রং দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকেরা বলছেন, সেচের পানির অভাবে ক্ষতির শঙ্কা করছেন এখানকার বেশির ভাগ কৃষক। এই সমস্যা সমাধানে তিন কিলোমিটার অংশ দ্রুত খননের মাধ্যমে খালটির পানির প্রবাহ সচল করার উদ্যোগ নেওয়া হোক। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, খালটি খননের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলেই দ্রুত খালটি খনন করা হবে।
সরেজমিনে দেখা গেছে, খালে পানি নেই বললেই চলে। এই এলাকার বেশির ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেচের পানির জন্য কাটাখালের পানির ওপর নির্ভরশীল তাঁরা। কিন্তু খালটিতে পলিমাটি জমে পানির প্রবাহ কমে গেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় চর আড়ালিয়ার ২০০ কৃষক কাটাখালের পানি দিয়ে চাষাবাদ করতেন। তাঁদের ৫০০ একর জমির জন্য ৮টি সেচ পাম্প বসানো হয়েছে। এসব পাম্প যথেষ্ট নয়। এদিকে খালে পানি না থাকায় ধানখেতের মাটি ফেটে চৌচির হচ্ছে। বছরের পর বছর ধরে পলি জমে কাটাখাল এখন অস্তিত্বসংকটে। দুই যুগেও খাল খননের উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এতে ফসল উৎপাদন ব্যাহতসহ আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় আছেন তাঁরা।
স্থানীয় কৃষক নাসির উদ্দিন, শাহ আলম, নোয়াব মিয়া ও আক্তার মিয়া বলেন, কাটাখালের পানির ওপর নির্ভর করেই ৫০০ একর জমিতে বোরো চাষ করা হয়। শুষ্ক মৌসুমে খালে তেমন পানি নেই। ফলে ধানখেত শুকিয়ে গেছে। পাতায় হলুদ রং দেখা দিয়েছে। খালটির তিন কিলোমিটার অংশ দ্রুত খননের দাবি জানান তাঁরা।
চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার বলেন, এই জনপদের বেশির ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেচের পানির জন্য কাটাখালের ওপর নির্ভরশীল তাঁরা। কিন্তু খালটিতে পলিমাটি জমে পানির প্রবাহ কমে গেছে। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। দুই যুগেও খালটি খনন করা হয়নি। কৃষকদের দুর্ভোগ লাঘবে কাটাখাল খনন এখন সময়ের দাবি।
রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, নাব্য কমে যাওয়ায় কাটাখালের পানির প্রবাহ কমে গেছে। এতে ফসল উৎপাদন কমবে। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। খালটি খনন করা প্রয়োজন।
এ নিয়ে জানতে চাইলে নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহাবউদ্দিন আহমেদ বলেন, ৬৪ জেলার খাল খনন প্রোগ্রামের মধ্যে কাটাখালটি রয়েছে। এর দুই কিলোমিটার অংশ খনন প্রস্তাবনায় আছে। ইতিমধ্যে প্রথম ধাপে অনেক খাল খননের অনুমোদন পেয়েছে। দ্বিতীয় ধাপে অনুমোদনের অপেক্ষায় এই কাটাখাল। অনুমোদন পেলেই দ্রুত খালটির খননকাজ শুরু হবে।
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
৯ দিন আগেআধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২১ দিন আগে