Ajker Patrika

বেড়েই চলেছে সংক্রমণ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ২৫
Thumbnail image

সিলেটে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা) ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টার মধ্যে ১ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের করোনা ধরা পড়ে। শনাক্তের হার ১৩ দশমিক ৮১ ভাগ। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন। তবে কারও মৃত্যু হয়নি।

করোনায় আক্রান্ত ১৪৮ জনের মধ্যে ১২৫ জন সিলেটের বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের আটজন ও আটজন মৌলভীবাজারের বাসিন্দা। নতুন শনাক্তদের নিয়ে বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৬৯২ জন। তার মধ্যে সিলেট জেলায় ৩৪ হাজার ৪৬৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৬৬ জন, মৌলভীবাজারে ৮ হাজার ২৪২ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৭১৭ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৯১ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। বিভাগের চার জেলায় ৩৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত