Ajker Patrika

আলোচনা-মহড়ায় দুর্যোগে রক্ষার কৌশল শিক্ষা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ২৩
আলোচনা-মহড়ায় দুর্যোগে রক্ষার কৌশল শিক্ষা

‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগ জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যে তিন পার্বত্য জেলায় গতকাল ফায়ার বৃহস্পতিবার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, অগ্নি নির্বাপণ ও দুর্ঘটনায় জানমাল রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

বান্দরবানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান বলেছেন, ‘ফায়ার সার্ভিস নামটি শুনলেই মানুষের মধ্যে আস্থা ও ভরসার সৃষ্টি হয়। আগুন লাগলে ফায়ার সার্ভিস, সড়ক দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস, কেউ পানিতে ডুবে গেলে ফায়ার সার্ভিস ছুটে যায়, ফায়ার সার্ভিসের প্রতিটি কর্মীর নিরলস প্রচেষ্টায় মানুষ দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। তাই যেকোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের ভূমিকা অপরিসীম।’

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: বান্দরবান ফায়ার সার্ভিস জেলা কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান বলেছেন। ফায়ার সার্ভিস বান্দরবানের সহকারী পরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল কুদ্দুছ ফরাজী। মতিয়ার রহমান জানান, করোনা পরিস্থিতির কারণে মহড়া, সমাবেশ ও শোভাযাত্রা করা হয়নি। তবে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় সংক্ষিপ্ত পরিসরে ফায়ার সার্ভিসের মহড়াসহ কর্মসূচি পালন করা হবে।

রোয়াংছড়ি (বান্দরবান): বান্দরবানের রোয়াংছড়িতে গতকাল সকালে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম, বিশেষ অতিথি রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, আলেক্ষং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবে অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা প্রমুখ।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গতকাল সকালে জেলা ফায়ার স্টেশন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মোহাম্মদ আলীমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ। পরে মহড়ায় অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনায় জানমাল রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। শেষে প্রতিষ্ঠানের সদস্যদের একটি মহড়া অনুষ্ঠিত হয়।

রামগড়: খাগড়াছড়ির রামগড় ফায়ার সার্ভিস কার্যালয় চত্বরে গতকাল অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি ছিলেন ৪৩ রামগড় বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাযহার। প্রতিষ্ঠানের কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন রামগড় স্টেশনের কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন রামগড় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শামীমসহ স্থানীয় সংবাদকর্মীরা।

কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে গতকালের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান আনসারী, শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত