Ajker Patrika

নেতা ও নির্বাচন নিয়ে ঈদে ভিন্নধর্মী ‘পাঁচফোড়ন’

নেতা ও নির্বাচন নিয়ে ঈদে ভিন্নধর্মী ‘পাঁচফোড়ন’

প্রায় দুই যুগ ধরে বিশেষ দিবসে প্রচারিত হয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। ঈদুল আজহা উপলক্ষেও পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে ঈদ, নেতা ও আসন্ন নির্বাচন নিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে।

দেশের অধিকাংশ স্থানেই এখন নির্বাচনী আমেজ। ঈদুল আজহাকে উপলক্ষ করে অনেক নেতাই বিভিন্নভাবে ছক কষছেন ভোটারদের কাছে টানার। পাঁচফোড়নে দেখা যাবে, এক মৌসুমি নেতা ঈদে গ্রামে গেছেন। উদ্দেশ্য, কোরবানিকে কেন্দ্র করে গ্রামে গরু নিয়ে শোডাউন করা। কর্মীরা বিভিন্নভাবে ঈদকে কেন্দ্র করে ভোটারদের মন জয় করার কৌশল নেতার সঙ্গে ভাগাভাগি করছেন। তাঁদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। এসব ঘটনার ফাঁকে আসবে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং।

এবারের পাঁচফোড়নে নেতার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। আর নেতার কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, জামিল হোসেন ও দেবাশীষ মিঠু। তাঁরা অভিনয়ের মাধ্যমে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। পাঁচফোড়নে গান থাকছে দুটি। একটি গেয়েছেন তোসিবা, র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। কথা ও সুর করেছেন প্লাবন কোরাইশী, সংগীতায়োজনে মেহেদি। আরেকটি গান গেয়েছেন সৈয়দ আশিকুর রহমান। কথা লিখেছেন জাকির মাস্টার, সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ।

পাঁচফোড়নে এবার ঠাকুরগাঁওয়ের একটি ব্যতিক্রমধর্মী বিদ্যালয়ের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ১০ জোড়া যমজ ভাইবোন একসঙ্গে পড়াশোনা করছে। পাশাপাশি রয়েছে ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। অভিনয় করেছেন কাজী আসাদ, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, বিলু বড়ুয়া, জাহিদ শিকদার, শাহেদ আলী, সুবর্ণা মজুমদার, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, সাজ্জাদ সাজু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত