নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার গত বুধবার রাতে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় পরিবহন খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে। পরিবহন মালিক-শ্রমিকেরা জ্বালানি তেলের দাম কমানো বা ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে। ইতিমধ্যে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ আজ শুক্রবার থেকে ধর্মঘট ডেকেছে। তবে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না এলেও সারা দেশের মালিক-শ্রমিকেরা আজ থেকে বাস বন্ধ রাখতে চান। বাসভাড়া বৃদ্ধির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে মালিকপক্ষ।
সরকারের ঘোষণা অনুযায়ী গত বুধবার রাত ১২টা থেকে ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিন লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। ডিজেলের দাম বাড়ার খবরে গতকাল দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে বাসের ভাড়া বেশি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসে গতকাল সকাল থেকে জনপ্রতি ১৪ টাকা বেশি নিয়েছেন পরিবহন-মালিকেরা। এ রুটের শীতাতপ নিয়ন্ত্রিত বাস শীতল পরিবহনের ভাড়া জনপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছে। সরকারি ঘোষণা ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
আজ থেকে ট্রাক ধর্মঘট
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে। এর আগেও বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ানো হয়েছে। সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিচ্ছে। তাই কাল থেকে পণ্য পরিবহন বন্ধ থাকবে।’
ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের বার্ষিক চুক্তি থাকে। হঠাৎ করে জ্বালানির দাম বাড়লে আমরা তো ভাড়া বাড়াতে পারব না। তেলের দাম বাড়াতে হলে আমাদের অন্তত তিন মাস আগে জানাতে হবে।’
মানুষের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে মনির বলেন, ‘সরকার তো মানুষের ভোগান্তি নিয়ে চিন্তা করে না। আমাদের চিন্তা করার সুযোগ কোথায়?’
বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক রোববার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরই ভাড়া নিয়ে নড়েচড়ে বসেছে বাস মালিক সমিতি। ভাড়া পুনর্নির্ধারণ করতে গতকালই তাঁরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএকে চিঠি দিয়েছে। বাসের ভাড়া বাড়বে কি না, জানতে চাইলে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, বাসের ভাড়া পুনর্নির্ধারণের একটি কমিটি আছে। আগামী রোববার এ নিয়ে বৈঠক হবে। তেলের দাম যেহেতু বেড়েছে, স্বাভাবিকভাবেই বাসের ভাড়াও বাড়ার কথা। তবে ব্যয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাস মালিক-শ্রমিক সংগঠনগুলো অবশ্য এখনো ধর্মঘটের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বাস চলাচল বন্ধের বিষয়ে আমাদের সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো মালিক তো আর লোকসানে গাড়ি চালাবেন না।
সুতরাং কেউ যদি বাস বন্ধ রাখে, আমাদের পক্ষ থেকে কিছু করার নেই’।
তরঙ্গ প্লাস পরিবহনের হেলপার সোহেল রানা বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধির ফলে কাল (শুক্রবার) থেকে পাঁচ টাকার ভাড়া হবে ১০ টাকা, ১০ টাকার ভাড়া হবে ১৫ টাকা। মালিকদের কাছ থেকে আমাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।’
মালিক সমিতি বলছে, বেশির ভাগ বাস চলে ডিজেলে। এই জ্বালানির মূল্যবৃদ্ধির পর অবিলম্বে বাসভাড়া বাড়ান না হলে বাস পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না।
উত্তরা-সদরঘাট রুটে চলা ভিক্টোরিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক শেখ শ্রাবণ বলেন, ‘৬৫ টাকা করে বুধবার রাতেও ডিজেল কিনেছি। আজ (বৃহস্পতিবার) দুপুরে পাম্পে গিয়ে শুনি, ১৫ টাকা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা লিটার হয়েছে। কিন্তু যাত্রীরা তো আগের ভাড়াই দিচ্ছেন।’
লঞ্চ চলবে, ভাড়া বাড়ানোর তোড়জোড়
তেলের দাম বৃদ্ধির ফলে লঞ্চের ব্যয় ব্যাপক হারে বাড়বে—এই চিন্তায় কপালে ভাঁজ লঞ্চ মালিক-শ্রমিকদের। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ভূঁইয়া বলেন, ‘কীভাবে লঞ্চ চালাব বুঝতে পারছি না। আমাদের সভাপতি বাইরে আছেন। শুক্রবার (আজ) দেশে ফিরবেন। তখন লঞ্চের ভাড়া কী পরিমাণ বাড়াতে হবে, আমরা সিদ্ধান্ত নেব।’
রাজনৈতিক দলের প্রতিবাদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। যে সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, সংসদে জবাবদিহি করে না, সে সরকারের কাছে জনগণের কী মূল্য থাকতে পারে। আমরা জানি, এলপিজি গ্যাস কারা আমদানি করে, জ্বালানি তেল কারা আমদানি করে।
অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ। তার ওপর তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম সহনীয় পর্যায়ে রাখা উচিত।
সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টসহ বেশ কয়েকটি প্রগতিশীল বাম রাজনৈতিক দল।
সরকার গত বুধবার রাতে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় পরিবহন খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে। পরিবহন মালিক-শ্রমিকেরা জ্বালানি তেলের দাম কমানো বা ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে। ইতিমধ্যে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ আজ শুক্রবার থেকে ধর্মঘট ডেকেছে। তবে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না এলেও সারা দেশের মালিক-শ্রমিকেরা আজ থেকে বাস বন্ধ রাখতে চান। বাসভাড়া বৃদ্ধির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে মালিকপক্ষ।
সরকারের ঘোষণা অনুযায়ী গত বুধবার রাত ১২টা থেকে ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিন লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। ডিজেলের দাম বাড়ার খবরে গতকাল দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে বাসের ভাড়া বেশি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসে গতকাল সকাল থেকে জনপ্রতি ১৪ টাকা বেশি নিয়েছেন পরিবহন-মালিকেরা। এ রুটের শীতাতপ নিয়ন্ত্রিত বাস শীতল পরিবহনের ভাড়া জনপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছে। সরকারি ঘোষণা ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
আজ থেকে ট্রাক ধর্মঘট
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে। এর আগেও বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ানো হয়েছে। সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিচ্ছে। তাই কাল থেকে পণ্য পরিবহন বন্ধ থাকবে।’
ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের বার্ষিক চুক্তি থাকে। হঠাৎ করে জ্বালানির দাম বাড়লে আমরা তো ভাড়া বাড়াতে পারব না। তেলের দাম বাড়াতে হলে আমাদের অন্তত তিন মাস আগে জানাতে হবে।’
মানুষের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে মনির বলেন, ‘সরকার তো মানুষের ভোগান্তি নিয়ে চিন্তা করে না। আমাদের চিন্তা করার সুযোগ কোথায়?’
বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক রোববার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরই ভাড়া নিয়ে নড়েচড়ে বসেছে বাস মালিক সমিতি। ভাড়া পুনর্নির্ধারণ করতে গতকালই তাঁরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএকে চিঠি দিয়েছে। বাসের ভাড়া বাড়বে কি না, জানতে চাইলে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, বাসের ভাড়া পুনর্নির্ধারণের একটি কমিটি আছে। আগামী রোববার এ নিয়ে বৈঠক হবে। তেলের দাম যেহেতু বেড়েছে, স্বাভাবিকভাবেই বাসের ভাড়াও বাড়ার কথা। তবে ব্যয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাস মালিক-শ্রমিক সংগঠনগুলো অবশ্য এখনো ধর্মঘটের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বাস চলাচল বন্ধের বিষয়ে আমাদের সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো মালিক তো আর লোকসানে গাড়ি চালাবেন না।
সুতরাং কেউ যদি বাস বন্ধ রাখে, আমাদের পক্ষ থেকে কিছু করার নেই’।
তরঙ্গ প্লাস পরিবহনের হেলপার সোহেল রানা বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধির ফলে কাল (শুক্রবার) থেকে পাঁচ টাকার ভাড়া হবে ১০ টাকা, ১০ টাকার ভাড়া হবে ১৫ টাকা। মালিকদের কাছ থেকে আমাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।’
মালিক সমিতি বলছে, বেশির ভাগ বাস চলে ডিজেলে। এই জ্বালানির মূল্যবৃদ্ধির পর অবিলম্বে বাসভাড়া বাড়ান না হলে বাস পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না।
উত্তরা-সদরঘাট রুটে চলা ভিক্টোরিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক শেখ শ্রাবণ বলেন, ‘৬৫ টাকা করে বুধবার রাতেও ডিজেল কিনেছি। আজ (বৃহস্পতিবার) দুপুরে পাম্পে গিয়ে শুনি, ১৫ টাকা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা লিটার হয়েছে। কিন্তু যাত্রীরা তো আগের ভাড়াই দিচ্ছেন।’
লঞ্চ চলবে, ভাড়া বাড়ানোর তোড়জোড়
তেলের দাম বৃদ্ধির ফলে লঞ্চের ব্যয় ব্যাপক হারে বাড়বে—এই চিন্তায় কপালে ভাঁজ লঞ্চ মালিক-শ্রমিকদের। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ভূঁইয়া বলেন, ‘কীভাবে লঞ্চ চালাব বুঝতে পারছি না। আমাদের সভাপতি বাইরে আছেন। শুক্রবার (আজ) দেশে ফিরবেন। তখন লঞ্চের ভাড়া কী পরিমাণ বাড়াতে হবে, আমরা সিদ্ধান্ত নেব।’
রাজনৈতিক দলের প্রতিবাদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। যে সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, সংসদে জবাবদিহি করে না, সে সরকারের কাছে জনগণের কী মূল্য থাকতে পারে। আমরা জানি, এলপিজি গ্যাস কারা আমদানি করে, জ্বালানি তেল কারা আমদানি করে।
অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ। তার ওপর তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম সহনীয় পর্যায়ে রাখা উচিত।
সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টসহ বেশ কয়েকটি প্রগতিশীল বাম রাজনৈতিক দল।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫