দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
‘এমন আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের খুব দরকার। এতে বিভিন্ন দেশের মানুষের মেলামেশার সুযোগ হয়। বিশ্বের শিল্পকলা ও রাজনীতির খোঁজ পাওয়া যায়, যা শিল্পী হিসেবে, মানুষ হিসেবে একজনকে এগিয়ে নিয়ে যায়।’
কথাগুলো বলছিলেন ভারতের শিল্পী শুভজিৎ সামন্ত। ১৭তম ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। কুষ্টিয়া শহরের পাশে রহিমপুরের স্মরণ মৎস্যবীজ খামারে এবারের আর্ট ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনিসহ ৪০ জন শিল্পী। ভারত, জাপান, মালয়েশিয়া, নেপাল, ব্রাজিল ও বাংলাদেশের শিল্পীরা যোগ দিয়েছিলেন এবারের আয়োজনে। গতকাল শনিবার ছিল এই আয়োজনের শেষ দিন।
শিল্পী ও গবেষক শাওন আকন্দ কুষ্টিয়ার শিল্পী দেলোয়ার হোসেনের সহায়তায় এ আর্ট ক্যাম্প শুরু করেছিলেন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, ২০০৭ সাল থেকে শুরু হয় এ আর্ট ক্যাম্পের যাত্রা। ২০০৯ সাল থেকে এটি দেশের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে আন্তর্জাতিক।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারতসহ প্রায় ২০টি দেশের আনুমানিক ২০০ শিল্পী অংশ নিয়েছেন এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে। প্রতিবছর ডিসেম্বরের ২৫ থেকে ৩০ তারিখ কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক আসর। প্রতিবছর একজন কিউরেটরের নেতৃত্বে এটি পরিচালিত হয়। এবারের কিউরেটর ছিলেন জাপানের শিল্পী রেইকো সিমিজিউ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্যাম্প বলে পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পী ও চিন্তকেরা আসেন এখানে।
তাঁদের চিন্তা প্রক্রিয়া এবং শিল্পসৃজনকে আমরা এক সুরে বাঁধতে চেয়েছিলাম। আমরা দেখেছি, প্রকৃতির সে ছন্দের মতো শিল্পীরাও তাঁদের চিন্তা ও কাজ দিয়ে মানুষ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানেও শিল্পীরা সে কাজটিই করেছেন। প্রকৃতির ছন্দকে প্রকাশ করেছেন তাঁদের কাজের মাধ্যমে।’
এবারের ক্যাম্পে স্থানীয় উপকরণ ব্যবহার করে শিল্পীরা তৈরি করেছিলেন ইনস্টলেশন আর্ট। সঙ্গে ছিল বিভিন্ন থিমের একক ও যৌথ পরিবেশনা। এবারের থিম ছিল ‘সিম্ফনি’।
মালয়েশিয়ান তরুণ শিল্পী আমার ইদ্রিস বলেন, কুয়ালালামপুরের যে বাসায় তিনি থাকেন, তার পাশেই আছেন বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকেরা। তিনি তাঁদের দেখছেন দীর্ঘদিন থেকে। তাঁদের সঙ্গে কথাও বলেছেন। সে থেকে বাংলাদেশে আসার ইচ্ছা তৈরি হয় ইদ্রিসের। সেই ইচ্ছা থেকেই এখানে এসেছিলেন তিনি।
এবারের ক্যাম্পে এসেছিলেন চারুশিল্পী ও সংগীতশিল্পী কনক আদিত্য। তিনি বলেন, ‘এখন যে সময় যাচ্ছে, সেটা বিষণ্নতায় ভরা। একদিকে যুদ্ধ, আমাদের ভেতর দেশভাগের ক্ষত, এসবের অভিঘাত সমাজের সদস্য হিসেবে শিল্পীরা সহ্য করতে পারছেন বলে মনে হয় না। সে জন্য তাঁরা শান্তি ও স্মৃতির মধ্যে আশ্রয় নিচ্ছেন। এবারের কাজগুলো দেখে তা-ই মনে হলো।’
‘এমন আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের খুব দরকার। এতে বিভিন্ন দেশের মানুষের মেলামেশার সুযোগ হয়। বিশ্বের শিল্পকলা ও রাজনীতির খোঁজ পাওয়া যায়, যা শিল্পী হিসেবে, মানুষ হিসেবে একজনকে এগিয়ে নিয়ে যায়।’
কথাগুলো বলছিলেন ভারতের শিল্পী শুভজিৎ সামন্ত। ১৭তম ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। কুষ্টিয়া শহরের পাশে রহিমপুরের স্মরণ মৎস্যবীজ খামারে এবারের আর্ট ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনিসহ ৪০ জন শিল্পী। ভারত, জাপান, মালয়েশিয়া, নেপাল, ব্রাজিল ও বাংলাদেশের শিল্পীরা যোগ দিয়েছিলেন এবারের আয়োজনে। গতকাল শনিবার ছিল এই আয়োজনের শেষ দিন।
শিল্পী ও গবেষক শাওন আকন্দ কুষ্টিয়ার শিল্পী দেলোয়ার হোসেনের সহায়তায় এ আর্ট ক্যাম্প শুরু করেছিলেন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, ২০০৭ সাল থেকে শুরু হয় এ আর্ট ক্যাম্পের যাত্রা। ২০০৯ সাল থেকে এটি দেশের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে আন্তর্জাতিক।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারতসহ প্রায় ২০টি দেশের আনুমানিক ২০০ শিল্পী অংশ নিয়েছেন এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে। প্রতিবছর ডিসেম্বরের ২৫ থেকে ৩০ তারিখ কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক আসর। প্রতিবছর একজন কিউরেটরের নেতৃত্বে এটি পরিচালিত হয়। এবারের কিউরেটর ছিলেন জাপানের শিল্পী রেইকো সিমিজিউ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্যাম্প বলে পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পী ও চিন্তকেরা আসেন এখানে।
তাঁদের চিন্তা প্রক্রিয়া এবং শিল্পসৃজনকে আমরা এক সুরে বাঁধতে চেয়েছিলাম। আমরা দেখেছি, প্রকৃতির সে ছন্দের মতো শিল্পীরাও তাঁদের চিন্তা ও কাজ দিয়ে মানুষ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানেও শিল্পীরা সে কাজটিই করেছেন। প্রকৃতির ছন্দকে প্রকাশ করেছেন তাঁদের কাজের মাধ্যমে।’
এবারের ক্যাম্পে স্থানীয় উপকরণ ব্যবহার করে শিল্পীরা তৈরি করেছিলেন ইনস্টলেশন আর্ট। সঙ্গে ছিল বিভিন্ন থিমের একক ও যৌথ পরিবেশনা। এবারের থিম ছিল ‘সিম্ফনি’।
মালয়েশিয়ান তরুণ শিল্পী আমার ইদ্রিস বলেন, কুয়ালালামপুরের যে বাসায় তিনি থাকেন, তার পাশেই আছেন বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকেরা। তিনি তাঁদের দেখছেন দীর্ঘদিন থেকে। তাঁদের সঙ্গে কথাও বলেছেন। সে থেকে বাংলাদেশে আসার ইচ্ছা তৈরি হয় ইদ্রিসের। সেই ইচ্ছা থেকেই এখানে এসেছিলেন তিনি।
এবারের ক্যাম্পে এসেছিলেন চারুশিল্পী ও সংগীতশিল্পী কনক আদিত্য। তিনি বলেন, ‘এখন যে সময় যাচ্ছে, সেটা বিষণ্নতায় ভরা। একদিকে যুদ্ধ, আমাদের ভেতর দেশভাগের ক্ষত, এসবের অভিঘাত সমাজের সদস্য হিসেবে শিল্পীরা সহ্য করতে পারছেন বলে মনে হয় না। সে জন্য তাঁরা শান্তি ও স্মৃতির মধ্যে আশ্রয় নিচ্ছেন। এবারের কাজগুলো দেখে তা-ই মনে হলো।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪