Ajker Patrika

বৃষ্টি হলেই ডোবে হাসান আজিজুল হকের কবর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বৃষ্টি হলেই ডোবে হাসান আজিজুল হকের কবর

বৃষ্টি হলেই তলিয়ে যায় ‘আগুনপাখি’খ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবর। বার্ধক্যের কারণে গত বছরের ১৫ নভেম্বর রাজশাহীর নিজ বাসভবনে তিনি মারা যান।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে তাঁকে সমাহিত করা হয়।

শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীদের দাবি, প্রথম মৃত্যুবার্ষিকীর আগে দর্শন বিভাগের এই অধ্যাপকের কবরটি যেন পাকা করে সংরক্ষণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব। তাঁর সারাটা জীবন ছিল বই ও অধ্যাপনা নিয়েই। এ কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে গ্রন্থাগার চত্বরে সমাহিত করার ব্যবস্থা করেছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে কবরটি পাকা করা হয়নি। বৃষ্টি হলেই পানিতে কবর ডুবে যাচ্ছে, এটি খুবই দুঃখজনক। সম্প্রতি বৃষ্টি হলে ডুবে যায় কবরটি। এরপর এ নিয়ে শুরু হয় সমালোচনা।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান বলেন, ‘সম্মান জানাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাবাকে ক্যাম্পাসে সমাহিত করেছে। ইতিমধ্যে আমাকে দিয়ে নামফলক চূড়ান্ত করা হয়েছে। আশা করি প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই কাজটা সম্পন্ন হবে।’ 

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছিলেন, ‘হাসান আজিজুল হক চিরকাল জ্ঞানের আলো ছড়িয়েছেন, অজস্র বই পড়েছেন, অজস্র বই লিখেছেন। তিনি যদি বইয়ের সঙ্গে লাইব্রেরির সঙ্গে থাকেন, পরবর্তী প্রজন্ম সেখানে গেলেই তাঁকে জানতে পারবে এবং নিজেদের উদ্দীপ্ত করতে পারবে। তাঁর কবর সংস্কারের বিষয়টি আমাদের মাথায় আছে। দু-এক মাসের মধ্যেই আমরা সংস্কারের কাজ শুরু করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত