Ajker Patrika

বিজ্ঞান ভীতি, বাড়ছে মানবিকে ভর্তি

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ২৩
বিজ্ঞান ভীতি, বাড়ছে মানবিকে ভর্তি

বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে পড়ছেন গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করা অনেক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছে মানবিক বিভাগে। তাঁদের মধ্যে বিজ্ঞান ভীতি শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

মিঠাপুকুর উপজেলা সদরের একটি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে মাত্র ছয়জন। অথচ মানবিক বিভাগে ভর্তি হওয়া ১৪৪ জনের মধ্যে ৩৬ জন বিজ্ঞান থেকে এসএসসি পাস করে এসেছে।

বিজ্ঞান ছেড়ে মানবিক বিভাগে ভর্তি হওয়া আয়শা খাতুন জানায়, এইচএসসিতে বিজ্ঞান অনেক কঠিন। প্রাইভেট পড়তে হয়। কিন্তু পরিবারের পক্ষে প্রাইভেট পড়ার খরচ বহন করা সম্ভব হবে না বলে সে বিজ্ঞানে এসএসসি পাশ করে এইচএসসিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেছে সালমা খাতুন। তার মতে, এইচএসসিতে বিজ্ঞান বেশি পড়তে হয় এবং কঠিন। তাই সে মানবিকে ভর্তি হয়েছে।

বিজ্ঞান থেকে জিপিএ ৫ পাওয়া আরেক শিক্ষার্থী অনন্যা আক্তার জানায়, এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলে রসায়ন, গণিত, পদার্থ ও জীববিজ্ঞান বিষয়ে প্রাইভেট না পড়লে ফল ভালো করা যায় না। বড় ভাইবোনের কাছে এমন কথা শুনে ভয়ে বিজ্ঞানে ভর্তি না হয়ে মানবিকে পড়ছে সে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পদার্থ বিষয়ের প্রভাষক জাকিয়া নাজনীন সঞ্চিতা বলেন, ‘এসএসসির তুলনায় এইচএসসিতে বিজ্ঞানে একটু বেশি পড়তে হয়। কিন্তু প্রাইভেট পড়তেই হবে, শিক্ষার্থীদের এমন কথা সঠিক নয়। যারা নিয়মিত শ্রেণিতে উপস্থিত থেকে পাঠে অংশ নেবে, তাদের প্রাইভেট পড়ার প্রয়োজন আছে বলে মনে করি না।’

একই কথা বলেন রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক নুরুল আজম মিয়া। তিনি বলেন, বিজ্ঞানে অনেক বিষয়ে পড়তে হয়। তাই বলে বিজ্ঞান কঠিন, এটা বোধ হয় ঠিক নয়।

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম লাল জানান, তাঁর কলেজে মানবিক বিভাগে ৪০০ এবং বিজ্ঞান বিভাগে মাত্র ৬০ জন শিক্ষার্থী রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করতে না পারলে প্রতিযোগিতার এই বিশ্বে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।

শঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে মাত্র ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাশেম মিয়া জানান, প্রাইভেট না পড়লে বিজ্ঞানে ভালো ফল হয় না, এমন ধারণা চলমান থাকায় এই বিভাগে শিক্ষার্থী কম।

হেনা মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খাজানুর রহমান বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির সময় বিজ্ঞান বিভাগে ভর্তি করার জন্য শিক্ষার্থীদের উপবৃত্তি ও বইপত্রসহ বিভিন্ন সুযোগ দেওয়ার কথা বলা হয়। কিন্তু তারপরও তারা ভয়ে মানবিক বিভাগে ভর্তি হয়।

বিজ্ঞানের মতো অবস্থা ব্যবসায় শিক্ষা বিভাগেরও। এইচএসসি পর্যায়ে এই বিভাগে শিক্ষার্থী অনেক কম। এ প্রসঙ্গে ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক মতিয়ার রহমান জানান, এসএসসি পর্যায়ে অধিকাংশ বিদ্যালয়ে বাণিজ্য শাখা নেই। এ কারণে একাদশ শ্রেণিতে অপরিচিত বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হয় না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ একীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত