Ajker Patrika

দুই সন্তান ও নিজের নিরাপত্তা চান রেনু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫: ৩৬
দুই সন্তান ও নিজের নিরাপত্তা চান রেনু

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের বেতার অপারেটর তাজরুল ইসলামের সাবেক স্ত্রী রেনু বেগম নিজের ও সন্তানের নিরাপত্তাসহ ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ আবেদন জানান। এ সময় তাঁর দুই সন্তান ছেলে তারন্য প্রধান ও মেয়ে তাজনিয়া আকতার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রেনু বেগম বলেন, তাঁর সঙ্গে ১৯৯৫ সালে বেতার অপারেটর (কনস্টেবল নম্বর ৫১৮) তাজরুল ইসলামের বিবাহ হয়। এই বিবাহ তাজরুলের পরিবার মেনে না নেওয়ায় যৌতুকের দাবিতে তাঁর ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। ২০০৬ সালে তাজরুলের বিরুদ্ধে যৌতুক মামলা করে কাগজপত্রসহ রেনু বেগম ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে অভিযোগ করেন। পরে রাজশাহী রেঞ্জের ইন্সপেক্টর কয়েজ উদ্দিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে উভয় পক্ষকে মীমাংসা করে দেন। কিন্তু তাজরুল সেই মীমাংসা অমান্য করে রেনু বেগমের জমি নিজের নামে লিখে দেওয়ার দাবি জানান। এতে স্ত্রী রাজি না হলে ২০১৭ সালে তাঁকে আগুনে পুড়ে হত্যার চেষ্টা করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনায় আবারও পুলিশ সদর দপ্তরে স্বামী তাজরুলের বিরুদ্ধে প্রমাণসহ লিখিত অভিযোগ করেন রেনু। তদন্তের দায়িত্ব পান ইন্সপেক্টর ডালিস মাহমুদ। চলতি বছরের ২২ মার্চ গাইবান্ধা সদর থানায় তদন্তের কথা থাকলেও ওই তদন্তকারী কর্মকর্তা রেনু বেগমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান তিনি।

এদিকে অভিযুক্ত তাজরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি রেনু বেগমের করা সব অভিযোগ ও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত