Ajker Patrika

তিন যুগ পর অস্ত্রোপচার শুরু

তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ৪৯
তিন যুগ পর অস্ত্রোপচার  শুরু

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন যুগ পর শুরু হয়েছে অস্ত্রোপচার। গত সোমবার এক প্রসূতি মা অস্ত্রোপচারের মাধ্যমে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছে। হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ বছর পর প্রথম অস্ত্রোপচারের খবরে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার দেড় লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৪ সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন এখানে প্রায় ৪০০ জন নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। ঢাকা-দিনাজপুর মহাসড়কের ধারে বেলতলী নামকস্থানে গড়ে ওঠা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অস্ত্রোপচারের জন্য থিয়েটার, প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হয়। ছিল অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ। পরে চিকিৎসক সংকটসহ নানা জটিলতার কারণে দীর্ঘ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ ছিল। এলাকার লোকজন বাধ্য হয়ে রংপুর শহরের বিভিন্ন ক্লিনিকে ছুটতেন। এতে গুনতে হতো বাড়তি টাকা।

সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে হাসপাতালে প্রথম সন্তান প্রসব করেন ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী শিরিনা আক্তার মিন্নি। হাসপাতালে প্রথম অস্ত্রোপচারে প্রথম সন্তান জন্ম নেওয়ার অনুভূতি ব্যক্ত করে শিরিন আক্তার বলেন, ‘স্যারেরা অনেক ভালো। আমিও ভাগ্যবান। নিজ এলাকার হাসপাতালে প্রথম সন্তান জন্ম দিলাম। চিকিৎসক, নার্স সব সময় আমাদের খেয়াল রাখছেন। আমরা মা-মেয়ে ভালো আছি।’

কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন পর হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয়েছে, এটা খুবই আনন্দের খবর। এখন থেকে গরিব রোগীরা সরকারিভাবে বিনা মূল্যে অস্ত্রোপচার করতে পারবেন। এতে তাঁরা আর্থিক দিক থেকে যেমন উপকৃত হবেন তেমনি সুচিকিৎসাও পাবেন। এটা আমাদের গর্বের বিষয়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেশ কিছু দিন ধরেই চেষ্টা করছিলাম অস্ত্রোপচার করার। কিন্তু রোগী পাচ্ছিলাম না। গত সোমবার রোগী পাওয়ায় চিকিৎসকদের সহযোগিতায় সফলভাবে এক প্রসূতির অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এটাই এ হাসপাতালে প্রথম অস্ত্রোপচার। এলাকাবাসীকে আগ্রহী হতে হবে। আমরা সব দিক দিয়ে প্রস্তুত, রোগী পেলে নিয়মিত বিনা মূল্যে অস্ত্রোপচার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত