Ajker Patrika

১০ লাখ টাকা ভাড়া বাঁচল শিক্ষার্থীদের

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ৫৩
১০ লাখ টাকা ভাড়া বাঁচল শিক্ষার্থীদের

করোনার টিকার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাওরাঞ্চলে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ ও আর্থিক ক্ষতির কথা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ উকিল আবদুস সাত্তার ভূইয়া অরুয়াইল হাইস্কুলে একটি এয়ার কন্ডিশনার উপহার দেন।

এরপর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি অরুয়াইল হাইস্কুলে অস্থায়ী করোনা টিকা ক্যাম্প স্থাপন করে। এতে ছাত্র-ছাত্রীদের যাতায়াত দুর্ভোগের পাশাপাশি ভাড়া বাঁচল প্রায় ১০ লাখ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, ফাইজারের করোনার টিকা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে সংরক্ষণ করতে হয়। কিন্তু উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়, হাজি শিশু মিয়া উচ্চবিদ্যালয়, হাজি মকসুদ আলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ধামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চবিদ্যালয়ে কোনো শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষ নেই। ওই ৫টি বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থীর ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাইল সদরে অবস্থিত অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর সরাইল সদরে আসা-যাওয়ার ভাড়া বাবদ কয়েক শ টাকা খরচ হতো।

সরাইল হাওরাঞ্চলের ওই পাঁচটি স্কুলের ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ ও আর্থিক ক্ষতির কথা চিন্তা করে সাংসদ উকিল আবদুস সাত্তার ভূইয়া অরুয়াইল হাইস্কুলে একটা এয়ার কন্ডিশনার উপহার দেন। এরপর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি অরুয়াইল হাইস্কুলে অস্থায়ী করোনা টিকা ক্যাম্প স্থাপন করে এবং ওই এলাকার প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী সদরে না গিয়ে ওই কেন্দ্র করোনা টিকা নেয়। এতে ছাত্র-ছাত্রীদের যাতায়াত দুর্ভোগের পাশাপাশি ১০ লাখ টাকা ভাড়া বাঁচল।

অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী বলেন, ‘সাংসদ উকিল আবদুস সাত্তার ভূইয়া আমাদের স্কুলে এয়ার কন্ডিশনার উপহার দিয়েছেন। ফলে আমরা আবেদন করে স্কুলে অস্থায়ী টিকাদান কেন্দ্র এনেছি। ৩ হাজার ছাত্র-ছাত্রী এই কেন্দ্রে টিকা নিয়েছে। এই ৩ হাজার ছাত্র-ছাত্রীকে ১৪ কিলোমিটার পাড়ি দিয়ে সরাইল উপজেলা সদরে গিয়ে টিকা দিতে হতো। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক টাকা ভাড়া লাগত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত