Ajker Patrika

নারীদের আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২০
নারীদের আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’

জামালপুরের মাদারগঞ্জে গ্রামীণ নারীদের আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’। বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্য আপার কর্মীরা। গতকাল তথ্য সেবা কর্মকর্তা দিপা খাতুন এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে ‘তথ্য আপা’। তথ্য কেন্দ্রে নারীদের সমস্যা চিহ্নিত করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পাশাপাশি বিভিন্ন বিষয়ে নারীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে তথ্য আপার কর্মীরা।

তথ্য কেন্দ্রে ছাড়াও তথ্য আপার কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ও গ্রামের দরিদ্র নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। এ ছাড়াও তথ্য আপার কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উঠান বৈঠক করে নারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলছেন। ইতিমধ্যে এই তথ্য কেন্দ্রটি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের কাছে ভরসাস্থল হয়ে উঠছে।

জানা গেছে, উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। একজন তথ্য আপা (তথ্য সেবা কর্মকর্তা) ও দুজন সহকারী রয়েছেন। ‘শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়’ এ স্লোগানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য আপা প্রকল্পে এ তথ্যকেন্দ্র উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান করা হয় ২ হাজার ৫০ জনকে। ডোর টু ডোর সেবা প্রদান করা হয় ১৩ হাজার ৮৭০ জনকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, গ্রামীণ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে তথ্য আপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত