Ajker Patrika

আচরণবিধি ভাঙছেন সবাই

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২: ৪৬
আচরণবিধি ভাঙছেন সবাই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শুরু থেকেই ছিল আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। এ নিয়ে একাধিকবার লিখিত অভিযোগও করা হয়েছে নির্বাচন কর্মকর্তার কাছে।

আচরণবিধি লঙ্ঘনের শুরু হয় নারায়ণগঞ্জে বিজয় সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে। এর আগে ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরে বিশাল শোভাযাত্রা বের করে বিএনপি। সেখানে নির্বাচন কমিশনের অনুরোধে অংশ নেননি তৈমুর আলম খন্দকার। তার আট দিনের মাথায় কেন্দ্রীয় নেতাসহ তিন সাংসদের উপস্থিতিতে বিজয় সমাবেশ উদ্‌যাপন হয় শেখ রাসেল পার্কে। সেখানে প্রার্থী উপস্থিত হয়ে ভোট চান নৌকা প্রতীকে। বাদ যাননি উপস্থিত বাকি নেতারাও।

জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার। ৭ জানুয়ারি তৈমুর দুটি অভিযোগ জমা দেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। এর মধ্যে একটি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের তৈমুরকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য। আরেকটি আটটি ইস্যুকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন। সেখানে তৈমুর দাবি করেন, বেলা ২টা থেকে মাইকিং করার নিয়ম থাকলেও আইভীর প্রচার মাইক সকাল থেকেই শুরু হয়। হাতি প্রতীকের পোস্টার আইভীর লোকজন ছিঁড়েছেন। সিটির মধ্যে ২০টি স্থানে নৌকা প্রতীকের তোরণ ও আলোকসজ্জা করা হয়েছে। পাইকপাড়ায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে। নির্বাচন কমিশনের দেওয়া মাপের বাইরে ফেস্টুন তৈরি করা হয়েছে। মেয়র পদে না থেকেই পুলিশ প্রটোকল ব্যবহার করছেন। বন্দরের কবিলের মোড়ে বড় স্টেজ করে জনসভা আয়োজিত হয়েছে।

তবে অভিযোগের দিক থেকে তৈমুরের ওপরেও আঙুল তোলেন সেলিনা হায়াৎ আইভী। তাঁর অভিযোগে বলা হয়, তৈমুর আলম নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে গিয়ে ভোট প্রার্থনা, বিভিন্ন খেয়াঘাটে হ্যান্ড মাইকিং ব্যবহার, বিভিন্ন স্থানে সভা করছেন। এগুলো কার্যত আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সিটির মধ্যেই সংবাদ সম্মেলন করে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন। যা সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল।’

স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, ‘সাংসদের উপস্থিতি যে আচরণবিধি লঙ্ঘন তা শামীম ওসমান নিজেই স্বীকার করেছেন। আইনে পরিষ্কারভাবে এটা লেখা আছে। আমরা তিনটি অভিযোগ দিলেও তার কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে কোনো কাজ হয় না।’

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। প্রচারণায় নামলে আচরণবিধি লঙ্ঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাঁকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে—এমন কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি তিনি।

এদিকে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক নিয়ে গতকাল নির্বাচনী ‘শোডাউন’ করেছেন সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তাঁর সমর্থনে পথসভা শেষে বড় মিছিল হয়। আচরণবিধি অনুযায়ী, সিটি নির্বাচনে পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো প্রার্থী জনসভা ও শোভাযাত্রা করতে পারেন না।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে নিয়ম সম্পর্কে বলা আছে। আচরণবিধি যদি লঙ্ঘন হতে দেখি তাহলে আমরা আমাদের মতো অবশ্যই ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত