Ajker Patrika

বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

দাকোপ (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির   দাবিতে মানববন্ধন

খুলনার দাকোপে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার বখাটে ইকবাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় বাসিন্দারা গত শুক্রবার বানিশান্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইকবাল (২৬)। গত ১ ডিসেম্বর ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ইকবাল তার পথরোধ করেন। তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ওড়না নিয়ে টানাটানি করেন।

এ ছাড়া ইকবাল তাঁর গোপন অঙ্গ প্রদর্শন করেন। ওই ছাত্রী এর প্রতিবাদ করলে ইকবাল তাকে তুলে নিয়ে অনৈতিক কাজ করার হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ইকবাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওই ছাত্রী বাড়ি ফিরে তার মায়ের কাছে এ ঘটনা খুলে বলে। ছাত্রীর মা স্থানীয় বাজারে গিয়ে ইকবালের দেখা পান। সেখানে তাঁর মেয়েকে উত্ত্যক্তকরার কারণ জানতে চান। এতে ইকবাল ক্ষুব্ধ হন। তিনি ছাত্রীর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ৭ ডিসেম্বর দাকোপ থানায় ইকবালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরদিন বানিশান্তা এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী শুক্রবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আলী খাঁ এবং তপন বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, আবুল সানা, অমৃত বিশ্বাস, আনন্দ বিশ্বাস, পাখি বেগম ও সসুমি বেগমসহ অনেক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ইকবাল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই ছাত্রী ছাড়াও অনেককে উত্ত্যক্ত করেছেন তিনি। ইকবালের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। ১ ডিসেম্বরের ঘটনা মেনে নেওয়া মতো নয়। মামলার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ভালো কাজ করেছে। তবে, এটিই যথেষ্ট নয়। ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা; যাতে এলাকায় আর কোনো বখাটে কাউকে উত্ত্যক্ত করার সাহস না পায়।

জানতে চাইলে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ইকবালকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত