কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের হারে জেলা প্রশাসন উদ্বিগ্ন। এ অবস্থায় সরকারের জারি করা বিধিনিষেধ পালনে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তাতেও মাস্ক না পড়ে বাইরে বের হচ্ছেন মানুষ। তাই সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রচারের পাশাপাশি আগামীকাল শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি পালনের বিকল্প নেই। এ নিয়ে উপজেলা ও নগরীতে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকে অভিযানে শিথিলতা থাকবে না। প্রচারের পাশাপাশি কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, শাসনগাছা বাদশা মিয়ার বাজার, টমছমব্রীজ, জাঙ্গালিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এসব এলাকায় মাস্ক না পড়েই চলাফেরা করছেন বেশির ভাগ মানুষ। নিরাপদ শারীরিক দূরত্ব মানছেন না কেউ-ই। যে যার মত চলাফেরা করছেন। এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে, দেশে করোনা মহামারির আরেকটি ঢেউ শুরু হয়ে গেছে।
জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘এখনোও মানুষ উদাসীন। কুমিল্লায় আক্রান্তদের মধ্যে ডেল্টা নাকি ওমিক্রনের সংক্রমণ বেশি সেটা বলা যাচ্ছে না। তবে ডেল্টা হলে পরিস্থিতি আশঙ্কাজনক হবে। কুমিল্লার নিকট এলাকা রাজধানী ঢাকায় ওমিক্রনের সংক্রমণ বেশি হওয়ায় কুমিল্লাতেও ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে। মানুষ সচেতন না হলে সংক্রমণ বাড়তেই থাকবে।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, ‘এখনো হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় যেহেতু সংক্রমণ হার বেশি সে ক্ষেত্রে উদাসীনতার কোনো সুযোগ নেই।’
কুমিল্লায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের হারে জেলা প্রশাসন উদ্বিগ্ন। এ অবস্থায় সরকারের জারি করা বিধিনিষেধ পালনে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তাতেও মাস্ক না পড়ে বাইরে বের হচ্ছেন মানুষ। তাই সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রচারের পাশাপাশি আগামীকাল শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি পালনের বিকল্প নেই। এ নিয়ে উপজেলা ও নগরীতে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকে অভিযানে শিথিলতা থাকবে না। প্রচারের পাশাপাশি কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, শাসনগাছা বাদশা মিয়ার বাজার, টমছমব্রীজ, জাঙ্গালিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এসব এলাকায় মাস্ক না পড়েই চলাফেরা করছেন বেশির ভাগ মানুষ। নিরাপদ শারীরিক দূরত্ব মানছেন না কেউ-ই। যে যার মত চলাফেরা করছেন। এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে, দেশে করোনা মহামারির আরেকটি ঢেউ শুরু হয়ে গেছে।
জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘এখনোও মানুষ উদাসীন। কুমিল্লায় আক্রান্তদের মধ্যে ডেল্টা নাকি ওমিক্রনের সংক্রমণ বেশি সেটা বলা যাচ্ছে না। তবে ডেল্টা হলে পরিস্থিতি আশঙ্কাজনক হবে। কুমিল্লার নিকট এলাকা রাজধানী ঢাকায় ওমিক্রনের সংক্রমণ বেশি হওয়ায় কুমিল্লাতেও ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে। মানুষ সচেতন না হলে সংক্রমণ বাড়তেই থাকবে।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, ‘এখনো হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় যেহেতু সংক্রমণ হার বেশি সে ক্ষেত্রে উদাসীনতার কোনো সুযোগ নেই।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫