Ajker Patrika

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

মুলাদীতে মাইটিভি প্রতিনিধি রাকিবুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকেলে রাকিব বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ৩০ নভেম্বর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতু এলাকায় তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়।

মাদক বিরোধী সংবাদ প্রকাশ করায় এই হামলা হয়েছে বলে দাবি করেছেন রাকিবুল। পার্শ্ববর্তী কালকিনি উপজেলার দক্ষিণ রামারপোল গ্রামের সানাউল সিকদারের ছেলে শাওনের নেতৃত্বে এই হামলা করা হয় বলে জানান তিনি।

রাকিবুল ইসলাম জানান, ৩০ নভেম্বর বিকেলে নাজিরপুর ইউনিয়ন যুবলীগের মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সংবাদ সংগ্রহ করে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে আড়িয়াল খাঁ সেতু এলাকায় পৌঁছালে শাওন, মামুন, সজিব ওরফে রাব্বী, জুনায়েতসহ ৬-৭ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালান। এ সময় হামলাকারীরা রাকিবের ক্যামেরা, মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নেয় এবং রাকিবকে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

পরে অনুষ্ঠান থেকে ফেরা লোকজন রাকিবকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হলে চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ ব্যাপারে তাঁদের মতামত জানা যায়নি।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে মুলাদী প্রেসক্লাব, রিপোর্টারস ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ঐক্য ফোরামের সদস্যরা রাকিবুলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত