Ajker Patrika

ভবন থেকে পড়লেন একজন, মরলেন দুজন

উত্তরা প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২: ১৩
ভবন থেকে পড়লেন একজন, মরলেন দুজন

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তা এলাকার বাসিন্দা জাহান আরা বেগম (৪৪)। গতকাল দুপুরে বাসা থেকে বেরিয়েছিলেন সবজি কেনার জন্য। ফায়দাবাদ চৌরাস্তার গ্রিন প্যারাডাইস অ্যাপার্টমেন্ট নামে নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার ছাদে তখন কাজ করছিলেন আলাউদ্দিন (২০) নামে এক নির্মাণশ্রমিক। কাজ করতে করতে অসতর্কতাবশত ছাদ থেকে পড়ে যান আলাউদ্দিন। ঠিক সেই মুহূর্তে সবজি নিয়ে ওই ভবনের সামনে দিয়ে বাসায় ফিরছিলেন জাহান আরা। ওপর থেকে আলাউদ্দিন এসে পড়েন জাহান আরার ওপর। এতে মারাত্মক আহত হন দুজনই। পথচারীরা তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

নিহত আলাউদ্দিন নওগাঁর সাপাহার উপজেলার কলমাডাঙ্গা গ্রামের মাহবুব হোসেনের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। জাহান আরা পরিবারের সঙ্গে থাকবেন ফায়দাবাদ চৌরাস্তা এলাকায়। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘা গ্রামের নাসির উদ্দিন খাঁর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনেরা জানান, আহত অবস্থায় আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ এবং জাহান আরাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় জাহান আরা বিকেল সাড়ে ৪টার দিকে এবং আলাউদ্দিন সন্ধ্যা ৬টার দিকে মারা যান।

জাহান আরার ছেলে জাহাঙ্গীর আলমের অভিযোগ, নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ওই ভবনে নির্মাণকাজ চলছে। এই গাফিলতির কারণেই ওই শ্রমিক পড়ে গেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান জাহাঙ্গীর।

নিরাপত্তাব্যবস্থা না থাকার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বলেন, জাহান আরার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ওই ভবনের ১৬ জন মালিকের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা বলেন, নিহতের স্বজনেরা মামলা না করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত