Ajker Patrika

নতুন বছরের শুরুতে রবীন্দ্রনাথকে স্মরণ

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ৪৫
নতুন বছরের শুরুতে রবীন্দ্রনাথকে স্মরণ

সিলেটে নতুন বছরে রবীন্দ্র স্মরণ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রিকাবী বাজারের কবি নজরুল একাডেমিতে এই অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক সংগঠন গীতসুধার ‘নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে’ এই স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে।

রোহেনা দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গীতসুধার পরিচালক প্রতীক এন্দ। অতিথি শিল্পী ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী। নৃত্য সংগঠক হিসেবে ছিল নৃত্যশৈলী এবং এমকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে আমাদের জীবনযাত্রা স্থবির ছিল। তবে আশার কথা হচ্ছে এই ভয়, এই অবরুদ্ধ অবস্থাও চিরস্থায়ী নয়। কবিগুরুর ভাষায় ‘নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার’। অবশেষে সুদীর্ঘ দুই বছরের রুদ্ধদ্বার অবস্থার অবসানের পর সবাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। এমন আনন্দের মুহূর্তে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। যিনি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে অমরত্ব লাভ করে গেছেন। ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। নতুন বছরকে গীতসুধা বরণ করে নেবে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের কিছু নান্দনিক পরিবেশনার মাধ্যমে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত