জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ মানছে না কেউ। হাট-বাজার, হোটেল, রেস্তোরাঁ, গণপরিবহনসহ সব জায়গাতেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। কেউ মানছে না সামাজিক দূরত্ব।
সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। গণপরিবহনে আসনসংখ্যার বেশি যাত্রী বহন করা যাবে না। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ছাড়া সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলার জকিগঞ্জ বাজার, কালীগঞ্জ বাজার, শাহগলি বাজার ও হাসপাতালসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। আসনসংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে জকিগঞ্জ-সিলেট, জকিগঞ্জ-কালীগঞ্জ, জকিগঞ্জ-শেওলা সড়কের বাসে। বিভিন্ন রেস্তোরাঁয় আগের মতোই জটলা বেঁধে খাবার খাচ্ছে মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
জকিগঞ্জ বাজারে ক্রেতা মইনুল ইসলাম মাস্ক ছাড়াই সবজি কিনতে দেখে জানতে চাইলে তিনি বলেন, কেউ আর ইতা (মাস্ক) পররা না। একলা পরতে কিলান কিলান লাগের।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের ভূমিকা দেশবাসীর জানা আছে। বিধিনিষেধ কার্যকর করতে আমরা আরও সক্রিয় হব। সবার আগে মানুষকে নিজের স্বার্থেই সচেতন হতে হবে।’
জকিগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ মানছে না কেউ। হাট-বাজার, হোটেল, রেস্তোরাঁ, গণপরিবহনসহ সব জায়গাতেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। কেউ মানছে না সামাজিক দূরত্ব।
সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। গণপরিবহনে আসনসংখ্যার বেশি যাত্রী বহন করা যাবে না। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ছাড়া সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলার জকিগঞ্জ বাজার, কালীগঞ্জ বাজার, শাহগলি বাজার ও হাসপাতালসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। আসনসংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে জকিগঞ্জ-সিলেট, জকিগঞ্জ-কালীগঞ্জ, জকিগঞ্জ-শেওলা সড়কের বাসে। বিভিন্ন রেস্তোরাঁয় আগের মতোই জটলা বেঁধে খাবার খাচ্ছে মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
জকিগঞ্জ বাজারে ক্রেতা মইনুল ইসলাম মাস্ক ছাড়াই সবজি কিনতে দেখে জানতে চাইলে তিনি বলেন, কেউ আর ইতা (মাস্ক) পররা না। একলা পরতে কিলান কিলান লাগের।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের ভূমিকা দেশবাসীর জানা আছে। বিধিনিষেধ কার্যকর করতে আমরা আরও সক্রিয় হব। সবার আগে মানুষকে নিজের স্বার্থেই সচেতন হতে হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪