Ajker Patrika

ভারী যানবাহন পারাপারে ভাঙা হলো সেতুর রেলিং

মো. শামীম হোসেন, পাংশা
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৩: ৩০
ভারী যানবাহন পারাপারে ভাঙা হলো সেতুর রেলিং

রাজবাড়ীর পাংশায় লাঙ্গলবাঁধ সড়কে দুটি সেতুর রেলিং ভেঙে ভারী যানবাহন পারাপার করার অভিযোগ উঠেছে। এতে সেতু এলাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সেতু দুটি পাংশা হেডকোয়ার্টার থেকে লাঙ্গলবাঁধ সড়কে। একটি সেতু পাংশা পৌর এলাকার মৈশালা রঘুনাথপুর এলাকায়। অপরটি উপজেলার মৌরাট ইউনিয়নের নন্দীর পুকুরের চালা সংলগ্নে। সেতুটি রুপিয়াট সেতু নামে পরিচিত।

সেতু দুটি পাংশা উপজেলা হয়ে সড়কটি দিয়ে পাশের জেলা মাগুরাসহ জেলার ঝিনাইদহ ও শৈলকুপা উপজেলায় যাতায়াতের একমাত্র (লাঙ্গলবাঁধ) সড়কে। এ ছাড়া মাগুরা ও যশোর জেলার উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। এই সেতুর ওপর দিয়ে প্রতিনিয়ত প্রয়োজনীয় অটো ভ্যান, নছিমন, করিমন, ইজিবাইক সহ খাদ্যসামগ্রী, ওষুধ ও কৃষিপণ্য সরবরাহসহ প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, দুটি সেতুর পশ্চিম পাশ্বের রেলিং সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এ সময় দুটি সেতু এলাকার স্থানীরা জানান, রাজবাড়ী ও মাগুরা জেলার যোগাযোগের জন্য খুলুমবাড়িয়া এবং লাঙ্গলবাঁধ ঘাট এলাকায় গড়াই নদীর ওপর দিয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই সড়ক দিয়ে ভারী যানবাহন যোগে সেতুটির নির্মাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে। সেতু দুটি সরু, ফলে ভারী যানবাহন প্রবেশ করতে পারে না। তাই এই সেতু দুটির এক পাশের রেলিং ভেঙে ভারী যানবাহন পার করা হয়েছে। আগেও সেতু দুটির রেলিং একবার ভাঙা হয়েছিল।

ট্রাক চালক বাদশা আঙ্গীর বলেন, সেতুর রেলিং ভাঙা দূর থেকে বোঝা যায় না। কাছে এলেই হঠাৎ করে চোখে পরে। এতে আতঙ্কে পরতে হয় আমাদের। আমাদের জন্য সেতুটি খুবই বিপদজনক হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হাসান বলেন, ‘গড়াই নদীর ওপর দিয়ে একটি সেতু নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন সেতুর পাইলিং কাজের জন্য যানবাহন যোগে এই সড়ক দিয়ে মেশিন নেওয়া হয়েছে। মেশিনটি বড় হওয়ায় সেতু দুটির রেলিং ভাঙা হয়েছে। নির্মাণাধীন সেতুর পাইলিং করতে এক থেকে দেড় মাস সময় লাগবে। পাইলিং কাজ শেষ হলে মেশিন রিটার্ন দিয়ে সেতুর রেলিং দুটি সংস্কার করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত