Ajker Patrika

অষ্টগ্রামে নির্বাচনী হাওয়া

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ০৪
অষ্টগ্রামে নির্বাচনী হাওয়া

সারা দেশে ধাপে ধাপে হচ্ছে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। কিশোরগঞ্জের অষ্টগ্রামের ৮টি ইউপি নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন ইউপিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়নের পাওয়ার জন্য শুরু করছেন দৌড়ঝাঁপ। তবে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে নীরবে গণসংযোগ করছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীরা বাড়ি বাড়ি উঠান বৈঠক করছেন। হাটে-বাজারে করছেন গণসংযোগ। এলাকার রাস্তাঘাটে চোখে পড়ছে পোস্টার ব্যানার। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে,

বিভিন্ন দলের সম্ভাব্য চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীরা ভোটারের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত সময় পার করছেন। পাড়া-মহল্লা, হাট-বাজার ও সর্বত্র আলোচনা হচ্ছে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তি, বিএনপির অংশগ্রহণ ও প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে নানা সমীকরণ নিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগ, উঠান বৈঠক, মহড়া পাশাপাশি দলের ওপর মহলে যোগাযোগ করছেন। তবে, দলীয় মনোনয়ন নৌকা কে পাবেন, তা নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপর। বিএনপির ইউপি নির্বাচন বর্জনের নির্দেশনা তৃণমূলে প্রভাব পড়ছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন নীরব। তবে কেউ কেউ নীরবে গণসংযোগ করছেন।

অন্যদিকে উপজেলায় এমন কথাও শোনা গেছে, এবার অষ্টগ্রামে দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করেন, দলীয় মনোনয়ন বা নৌকা প্রতীকে নির্বাচন না হলে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা বাড়বে। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিএনপি প্রার্থীর অংশগ্রহণের সম্ভাবনা বাড়বে।

কলমা ইউনিয়নের বাসিন্দা মোহন লাল দাস বলেন, মার্কা না দিলে প্রার্থী বেশি হবে। মানুষের ঘরে ভোটের জন্য আসবে। যারা জিতবে, তারাও জনগণের কদর করবে। আর মার্কা পেলে ভোটারের দাম থাকে না।

দেওঘর ইউনিয়নের বাসিন্দা মোবারক হোসেন বলেন, ‘প্রতীক ছাড়া নির্বাচন হলে নির্বাচন জমে উঠবে। সাধারণ মানুষের ভোট নিতে প্রার্থীরা পরিশ্রম করবে। তাঁদের প্রতি দায়বদ্ধতাও থাকবে। যেটা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর থাকে না।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ সাঈদ আহমেদ বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তাই দলীয় মনোনয়ন বা প্রতীকও দেওয়া হবে না। যদি কেউ নির্বাচন করেন, নিজের দায়িত্বে করবেন। দলের বড় নেতারা কারও প্রচারণায় অংশ নেবেন না। পোস্টারে ব্যবহার করা যাবে না দলীয় প্রধানের ছবিও।

অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস্ বলেন, তফসিল ঘোষণা হলে দলীয় সিদ্ধান্ত অনুসারে নৌকার মনোনয়ন প্রদানের কার্যক্রম শুরু হবে। তবে, যারা দলের প্রার্থী বা নৌকার প্রার্থী হবেন তাঁদের পক্ষে সবাইকে কাজ করতে হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আগামী ইউপি নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। তফসিল ঘোষণা হলে মূল আনুষ্ঠানিক শুরু হবে। আমরা সেভাবেই এগোচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত