Ajker Patrika

ভোট ইভিএমে, উদ্বিগ্ন ভোটার

সিলেট সংবাদদাতা
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩: ২৭
ভোট ইভিএমে, উদ্বিগ্ন ভোটার

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের দেলোয়ার মিয়া (৬০)। পেশায় কৃষক। তাঁর কাছে ভোট মানে ব্যালট পেপার আর সিল। মেশিনে যে ভোট দেওয়া যায় সে বিষয়টিই অজানা তাঁর। তিনি বলেন, ‘মেশিনো কিলাখান ভোট দেওন লাগে জানি না। ব্যালট পেপারো সিল মাইরা জীবনে বহুত নির্বাচনো ভোট দিছি। ইবার হুনরাম পেপার, সিল থাকতো নায়। মেশিনো টিপা দিয়া ভোট দেওন লাগবো। জীবনে কোনো দিন ভোটের মেশিন দেখছিই না। আসলে ওউ ইলেকশনে ভোট দিতাম পারমু কি না বুঝরাম না।’

দেলোয়ার মিয়ার মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ওসমানীনগর উপজেলার আট ইউনিয়নের বেশির ভাগ ভোটার রয়েছেন দ্বিধায়।

ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ওসমানীনগর উপজেলার আট ইউপিতে নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকে এখন পর্যন্ত ইভিএমকে সাধারণ ভোটারদের মাঝে পরিচিত করার কোনো আয়োজন করা হয়নি। তাই ইভিএমে ভোট নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত রয়েছেন এসব এলাকার ভোটারসহ প্রার্থীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইভিএম পদ্ধতিতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না সেটা নিয়েও ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। যাঁরা ইভিএম নিয়ন্ত্রণ করবেন তাঁরা কতটুকু নিরপেক্ষ ভূমিকা রাখবেন সেটা নিয়েও ভোটারদের মাঝে দ্বিধা রয়েছে।

গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের নতুন ভোটার জাহেদ মিয়া বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কীভাবে ভোট দিতে হয় জানি না। ভোটের মাত্র আর ১০ দিন বাকি। কিন্তু এ ব্যাপারে স্থানীয় নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট কেউ কোনো প্রচার কিংবা ভোটারদের হাতে কলমে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেনি।’

ওসমানীনগর উপজেলায় মোট ১ লাখ ৪৬ হাজার ৭০৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৭৪ হাজার ৫৩৪ পুরুষ ও ৭২ হাজার ১৭০ জন নারী ভোটার। উপজেলার আটটি ইউপিতে তিন জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন ৩৮ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪০৪ জন প্রার্থী।

এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে জালিয়াতি বা অন্য কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ নেই। যে যাকে ভোট দেবে তার নামেই ভোট কাউন্ট হবে, এর ব্যত্যয় হবার কোনো অবকাশ নেই। আর সাধারণ ভোটারদের মাঝে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচিতি করার জন্য ২৯ জানুয়ারি প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপে নির্বাচনে ওসমানীনগর উপজেলার আট ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত তিন জানুয়ারি। বাছাই ছিল ছয় জানুয়ারি, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল সাত-নয় জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০-১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হয় ১৪ জানুয়ারি। ভোট গ্রহণ হবে ৩১ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত