কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে দিনমজুর ফজলু মিয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে আছমা আক্তার (৩৩) ও ছেলে জাহাঙ্গীরকে (২৬) তিন বছর ধরে লোহার শিকলে বন্দী করে রাখা হয়েছে। বয়সের ভারে ফজলু মিয়া এখন মজুরির কাজও করতে পারছেন না। অর্থের অভাবে ছেলে-মেয়ের চিকিৎসা করাতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের চিকিৎসা এবং খেয়ে-পরে বেঁচে থাকার জন্য প্রশাসনিকভাবে সাহায্য করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, ভাই-বোনের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। অন্য কোনোভাবে আর সহায়তা করা যায় কী না দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আছমা ঢাকায় এক পোশাক কারখানায় চাকরি করতেন। মা-বাবাকে টাকা পাঠানোর পাশাপাশি নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাও রাখতেন একজনের কাছে। দীর্ঘ পাঁচ বছরে বেশকিছু টাকা জমা হয়। হঠাৎ করেই জমানো সেই টাকা নিয়ে উধাও হয়ে যায় লোকটি। এরপর আছমা চাকরি ছেড়ে দেন এবং একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অন্যদিকে জাহাঙ্গীর শ্রমিকের কাজ ও ঝালমুড়ি বিক্রি করতেন। একদিন বড় বোন আছমা আক্তার মা ফজিলা বেগমকে ইট দিয়ে মাথায় আঘাত করেন ও তাঁকে মারপিট করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আছমা আক্তারকে মারপিট করেন। এ ঘটনার পর থেকে জাহাঙ্গীরও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বয়সের ভারে মা ফজিলা খাতুন ঠিকমতো চোখে দেখেন না। দিনমজুর বাবা ফজলু মিয়ার পক্ষে ছেলে-মেয়ে ও স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব হয়নি। এদিকে ছেলে-মেয়ের পাগলামি বেড়ে গেলে এবং হারিয়ে যাওয়ার ভয়ে তাঁদের শিকলে বেঁধে রাখেন। এভাবেই চলছে তাঁদের দিন। ফজলু মিয়ার চার মেয়ে ও এক ছেলে। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। এখন বয়সের ভারে মজুরির কাজও করতে পারছেন না।
সম্প্রতি ফজলু মিয়ার বাড়ি গেলে দেখা যায়, ভাঙা ঘরে একটি চৌকি ছাড়া আর কোনো আসবাব নেই। বাড়িতে ঢুকতেই দেখা গেল গাছের সঙ্গে জাহাঙ্গীরকে এবং আছমাকে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মানুষ দেখলেই তাঁরা শিকল দেখিয়ে খুলে দেওয়ার জন্য ইশারা করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির বলেন, ‘গনেরগাঁও গ্রামের দিনমজুর ফজলু মিয়ার প্রতিবন্ধী মেয়ে আছমা আক্তার ও ছেলে জাহাঙ্গীরকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। অন্য কোনোভাবে সরকারি সহযোগিতা করা যায় কী না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করব।’
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে দিনমজুর ফজলু মিয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে আছমা আক্তার (৩৩) ও ছেলে জাহাঙ্গীরকে (২৬) তিন বছর ধরে লোহার শিকলে বন্দী করে রাখা হয়েছে। বয়সের ভারে ফজলু মিয়া এখন মজুরির কাজও করতে পারছেন না। অর্থের অভাবে ছেলে-মেয়ের চিকিৎসা করাতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের চিকিৎসা এবং খেয়ে-পরে বেঁচে থাকার জন্য প্রশাসনিকভাবে সাহায্য করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, ভাই-বোনের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। অন্য কোনোভাবে আর সহায়তা করা যায় কী না দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আছমা ঢাকায় এক পোশাক কারখানায় চাকরি করতেন। মা-বাবাকে টাকা পাঠানোর পাশাপাশি নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাও রাখতেন একজনের কাছে। দীর্ঘ পাঁচ বছরে বেশকিছু টাকা জমা হয়। হঠাৎ করেই জমানো সেই টাকা নিয়ে উধাও হয়ে যায় লোকটি। এরপর আছমা চাকরি ছেড়ে দেন এবং একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অন্যদিকে জাহাঙ্গীর শ্রমিকের কাজ ও ঝালমুড়ি বিক্রি করতেন। একদিন বড় বোন আছমা আক্তার মা ফজিলা বেগমকে ইট দিয়ে মাথায় আঘাত করেন ও তাঁকে মারপিট করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আছমা আক্তারকে মারপিট করেন। এ ঘটনার পর থেকে জাহাঙ্গীরও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বয়সের ভারে মা ফজিলা খাতুন ঠিকমতো চোখে দেখেন না। দিনমজুর বাবা ফজলু মিয়ার পক্ষে ছেলে-মেয়ে ও স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব হয়নি। এদিকে ছেলে-মেয়ের পাগলামি বেড়ে গেলে এবং হারিয়ে যাওয়ার ভয়ে তাঁদের শিকলে বেঁধে রাখেন। এভাবেই চলছে তাঁদের দিন। ফজলু মিয়ার চার মেয়ে ও এক ছেলে। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। এখন বয়সের ভারে মজুরির কাজও করতে পারছেন না।
সম্প্রতি ফজলু মিয়ার বাড়ি গেলে দেখা যায়, ভাঙা ঘরে একটি চৌকি ছাড়া আর কোনো আসবাব নেই। বাড়িতে ঢুকতেই দেখা গেল গাছের সঙ্গে জাহাঙ্গীরকে এবং আছমাকে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মানুষ দেখলেই তাঁরা শিকল দেখিয়ে খুলে দেওয়ার জন্য ইশারা করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির বলেন, ‘গনেরগাঁও গ্রামের দিনমজুর ফজলু মিয়ার প্রতিবন্ধী মেয়ে আছমা আক্তার ও ছেলে জাহাঙ্গীরকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। অন্য কোনোভাবে সরকারি সহযোগিতা করা যায় কী না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫