Ajker Patrika

আজ থেকে ৮ দিনের নাট্যোৎসব

আজ থেকে ৮ দিনের নাট্যোৎসব

প্রতিষ্ঠার ৫০ বছর উদ্‌যাপন করছে আরণ্যক নাট্যদল। এ উপলক্ষে ‘থিয়েটারের নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য’ স্লোগান নিয়ে আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৮ দিনের নাট্যোৎসব। বিকেলে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে উৎসব উদ্বোধন করবেন চাকমা পালাগানের শিল্পী দ্বীনো কুমার চাকমা।

উৎসবে আরণ্যকের নতুন ও পুরোনো ৯টি নাটক মঞ্চস্থ হবে। সেই সঙ্গে রয়েছে বহিরাঙ্গনের উন্মুক্ত অনুষ্ঠান। সঙ্গে সেমিনার, যন্ত্রসংগীত, আদিবাসী সংগীত, প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন সাজিয়েছে দলটি। ৯টি নাটকই আরণ্যকের নিজস্ব প্রযোজনা। উৎসবে মঞ্চস্থ হবে ‘নানকার পালা’, ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘রাজনেত্র’, ‘কবর’, ‘রাঢ়াঙ’, ‘কহে ফেসবুক’।

আরণ্যক জানায়, এ বছর আরণ্যক নাট্যদল গৌরবময় ৫০ বছর অতিক্রম করেছে। এ উপলক্ষে আরণ্যক নাট্যদল বছরব্যাপী বিভিন্ন আয়োজন উদ্‌যাপন করেছে। এই আয়োজনের অংশ হিসেবে আরণ্যক ইতিমধ্যে বছরব্যাপী উৎসব উদ্বোধন, নতুন নাটক মঞ্চায়ন, মে দিবস উদ্‌যাপন, রাঢ়াঙ নাটকের ২০০তম প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে। এবার ৮ দিনব্যাপী নাট্যোৎসবের মাধ্যমে বছরব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা। সেই নাটকটির প্রথম মঞ্চায়নে অভিনয় করেছিলেন প্রয়াত সুভাষ দত্ত, আলী যাকের, ইনামুল হক। নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত