Ajker Patrika

শাবি উপাচার্যের পদত্যাগ দাবি বাম নেতাদের

সিলেট সংবাদদাতা
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩: ২৬
শাবি উপাচার্যের পদত্যাগ দাবি বাম নেতাদের

অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতারা।

আন্দোলনে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তাঁরা এ দাবি করেন।

গতকাল শুক্রবার বিকলে ওসমানী হাসপাতাল ও জালালাবাদ রাগিব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং এ সময় সেখানে অবস্থানরত অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

এ সময় নেতারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের আক্রমণ বর্বরোচিত, নজিরবিহীন ও ন্যক্কারজনক। অবিলম্বে হামলাকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তাঁরা।

নেতারা অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে তার দায় সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও আরবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) হরিধন লাশ, শ্রমিক ফেডারেশনের মুখলেছুর রহমান, শ্রমিক ফ্রন্টের মনজুর আহমদ, আহমদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত