সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় একটি রাস্তার দাবি ছিল শত বছর ধরে। স্বাধীনতার পর থেকে বহু জনপ্রতিনিধি রাস্তাটি তৈরির প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে রাস্তাটি তৈরি করতে গ্রামবাসী নিজেরাই এগিয়ে এলেন।
কেউ জমি, কেউ অর্থ, আবার কারও স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের রাস্তা বানিয়ে নজির সৃষ্টি করলেন পরমানন্দপুর গ্রামবাসী। এসব মিলে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো পরমানন্দপুরে। আর নতুন এই রাস্তাটি নির্মাণ হওয়ায় উপকার হয়েছে পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের।
উপজেলার পাকশিমুল ইউনিয়নে গত রোববার সন্ধ্যায় আড়াই কিলোমিটার নতুন রাস্তা উদ্বোধন করা হয়। গ্রামবাসীর উদ্যোগে উপজেলার পরমানন্দপুর থেকে ষাটবাড়িয়া পর্যন্ত এই নবনির্মিত রাস্তাটির উদ্বোধন করেন উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাউসার হোসেন। গ্রামবাসী রাস্তাটিকে স্বপ্নপুরীর রাস্তা বলে উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে বহু জনপ্রতিনিধি রাস্তাটি তৈরির প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করা হয়। দুই গ্রামের ৪৭ জন কৃষক তাঁদের জমির একাংশ দান করেন রাস্তার জন্য। এরপর গ্রামবাসী মাটি ভরাটের জন্য ৮ লাখ টাকা চাঁদা সংগ্রহ করেন।
তাঁরা জানান, ১৫ দিনে খননযন্ত্রের পাশাপাশি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৯ ফুট প্রস্থের রাস্তাটি নির্মাণ করেন। উদ্বোধন উপলক্ষে রাস্তাটিকে রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে। নতুন রাস্তার উদ্বোধন নিয়ে গ্রামবাসীর আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না।
এ ব্যাপারে পরমানন্দপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সদস্য আলফাজ উদ্দিন বলেন, একসময় পরমানন্দপুর ও ষাটবাড়িয়া গ্রামের মানুষকে খেতের আইল দিয়ে চলাফেরা করতে হতো। এতে তাদের অনেক ভোগান্তি হতো। যার কারণে নতুন রাস্তা নির্মাণ গ্রামীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।
এ ব্যাপারে মূল উদ্যোক্তা হাজি সুজন মাহমুদ, ইসহাক মিয়া, আবুল কাশেম, আবুল কালাম, আলমগীর মিয়া ও আলফাজ উদ্দিন বলেন, এলাকাবাসী বছরের পর বছর চলাচলের অসুবিধায় ছিলেন। সবাই মিলে নিজের জায়গা দিয়ে সম্মিলিত উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করতে পেরে খুবই আনন্দিত।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামবাসী রাস্তাটি তৈরি করে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। আমার ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে রাস্তাটির উন্নয়নের চেষ্টা চালিয়ে যাব।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় একটি রাস্তার দাবি ছিল শত বছর ধরে। স্বাধীনতার পর থেকে বহু জনপ্রতিনিধি রাস্তাটি তৈরির প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে রাস্তাটি তৈরি করতে গ্রামবাসী নিজেরাই এগিয়ে এলেন।
কেউ জমি, কেউ অর্থ, আবার কারও স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের রাস্তা বানিয়ে নজির সৃষ্টি করলেন পরমানন্দপুর গ্রামবাসী। এসব মিলে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো পরমানন্দপুরে। আর নতুন এই রাস্তাটি নির্মাণ হওয়ায় উপকার হয়েছে পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের।
উপজেলার পাকশিমুল ইউনিয়নে গত রোববার সন্ধ্যায় আড়াই কিলোমিটার নতুন রাস্তা উদ্বোধন করা হয়। গ্রামবাসীর উদ্যোগে উপজেলার পরমানন্দপুর থেকে ষাটবাড়িয়া পর্যন্ত এই নবনির্মিত রাস্তাটির উদ্বোধন করেন উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাউসার হোসেন। গ্রামবাসী রাস্তাটিকে স্বপ্নপুরীর রাস্তা বলে উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে বহু জনপ্রতিনিধি রাস্তাটি তৈরির প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করা হয়। দুই গ্রামের ৪৭ জন কৃষক তাঁদের জমির একাংশ দান করেন রাস্তার জন্য। এরপর গ্রামবাসী মাটি ভরাটের জন্য ৮ লাখ টাকা চাঁদা সংগ্রহ করেন।
তাঁরা জানান, ১৫ দিনে খননযন্ত্রের পাশাপাশি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৯ ফুট প্রস্থের রাস্তাটি নির্মাণ করেন। উদ্বোধন উপলক্ষে রাস্তাটিকে রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে। নতুন রাস্তার উদ্বোধন নিয়ে গ্রামবাসীর আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না।
এ ব্যাপারে পরমানন্দপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সদস্য আলফাজ উদ্দিন বলেন, একসময় পরমানন্দপুর ও ষাটবাড়িয়া গ্রামের মানুষকে খেতের আইল দিয়ে চলাফেরা করতে হতো। এতে তাদের অনেক ভোগান্তি হতো। যার কারণে নতুন রাস্তা নির্মাণ গ্রামীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।
এ ব্যাপারে মূল উদ্যোক্তা হাজি সুজন মাহমুদ, ইসহাক মিয়া, আবুল কাশেম, আবুল কালাম, আলমগীর মিয়া ও আলফাজ উদ্দিন বলেন, এলাকাবাসী বছরের পর বছর চলাচলের অসুবিধায় ছিলেন। সবাই মিলে নিজের জায়গা দিয়ে সম্মিলিত উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করতে পেরে খুবই আনন্দিত।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামবাসী রাস্তাটি তৈরি করে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। আমার ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে রাস্তাটির উন্নয়নের চেষ্টা চালিয়ে যাব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫