Ajker Patrika

রমজানে ওমরাহর ফজিলত

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫: ৪৭
রমজানে ওমরাহর ফজিলত

হজ ও ওমরাহর ফজিলত অপরিসীম। হজের সময় নির্ধারিত হলেও বছরের যেকোনো সময় ওমরাহ করা যায়। মহানবী (সা.) বলেন, ‘এক ওমরাহর পর আরেক ওমরাহ—উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহর) জন্য কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো কবুল হজের প্রতিদান।’ (বুখারি) তাই সামর্থ্য থাকলে এবং সুযোগ পেলে ওমরাহ পালন করা উচিত। তা ছাড়া, অধিক ওমরাহ পালনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দেন। মহানবী (সা.) বলেন, ‘তোমরা ধারাবাহিক হজ ও ওমরাহ আদায় করতে থাকো। এ দুই আমল দারিদ্র্য ও গুনাহ বিদূরিত করে দেয়—যেমন হাপরের আগুনে লোহা ও সোনা-রুপার ময়লা-জং দূরীভূত হয়ে থাকে।’ (তিরমিজি)

পবিত্র রমজান মাস সমাগত। এ মাসে ওমরাহ পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। তাই সামর্থ্যবানদের উচিত, ওমরাহ করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) এক আনসারি নারীকে বললেন, ‘আমাদের সঙ্গে হজ করতে তোমার বাধা কিসের?’ (বর্ণনাকারী বলেন) ‘ইবনে আব্বাস (রা.) নারীর নাম বলেছিলেন; কিন্তু আমি ভুলে গিয়েছি।’ ওই নারী বললেন, ‘আমাদের একটি পানি বহনকারী উট ছিল; কিন্তু তাতে অমুকের বাবা ও তার ছেলে (অর্থাৎ নারীটির স্বামী ও ছেলে) আরোহণ করে চলে গেছেন। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট, যার দ্বারা আমরা পানি বহন করে থাকি।’ মহানবী (সা.) বললেন, ‘আচ্ছা, রমজান এলে তখন ওমরাহ করে নিয়ো। কারণ, রমজানের একটি ওমরাহ একটি হজের সমতুল্য।’ (বুখারি)

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত