Ajker Patrika

যৌনপীড়নে ব্যর্থ হয়ে স্কুলছাত্রকে হত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৩: ২৩
যৌনপীড়নে ব্যর্থ হয়ে স্কুলছাত্রকে হত্যা

যশোরের চৌগাছায় কিশোর স্কুলশিক্ষার্থী মিরাজ হোসেন চয়নকে (১৭) যৌনপীড়নে ব্যর্থ হয়ে হত্যা করেন মাইক্রোবাসচালক রাজু হোসেন (২৬)। গত বুধবার যশোর আদালতে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত রাজু। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ জবানবন্দি গ্রহণ শেষে রাজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার বেলা আড়াইটায় পৌরসভা গেটের বটতলা মোড় থেকে অভিযুক্ত রাজু হোসেনকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত গামছা ও মাইক্রোবাস উদ্ধার করে পিবিআই। পরে বুধবার তাঁকে আদালতে সোপর্দ করলে রাজু হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। গ্রেপ্তার রাজু হোসেন চৌগাছার বহিলাপোতা গ্রামের বাসিন্দা। নিহত চয়ন চৌগাছা সদর ইউনিয়ন দিঘলসিংহা গ্রামের সবুজ হোসেনের ছেলে।

পিবিআই ও আদালত সূত্রে জানা যায়, নিহত মিরাজ হোসেন চয়ন ৯ম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি আসামি রাজু হোসেনের কাছে মাইক্রোবাস চালানো শিখত। গত রোববার রাত ৮টায় অভিযুক্ত রাজু হোসেন নিহত মিরাজ হোসেন চয়নকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে দুজনে মাইক্রোবাসে বসে মোবাইল ফোনে ভিডিও দেখতে থাকে। এক পর্যায় রাত ২টায় রাজু ভুক্তভোগী মিরাজ হোসেনকে যৌনপীড়নের প্রস্তাব দেয়।

এতে চয়ন রাজি না হওয়ার পরও চেষ্টা করে রাজু। পরে চয়ন ধস্তাধস্তি করে মাইক্রোবাস থেকে বের হয়ে যায়। এরপর রাজু হোসেন এমনটি আর হবে না বলে পুনরায় চয়নকে গাড়ির ভেতরে নিয়ে যায়। কিন্তু কিছু সময় পর একই প্রস্তাব দেয় অভিযুক্ত রাজু। এ সময় চয়ন আবারও বাধা দিলে তাঁর গলায় গামছা পেঁচিয়ে ধরেন রাজু। ধস্তাধস্তির একপর্যায়ে শ্বাসরোধে চয়নের মৃত্যু হয়। এরপর চয়নের মরদেহ বস্তাবন্দী করে রাজু নদীতে ফেলে দেয়।

আরও জানা যায়, পরদিন সোমবার সকালে কদমতলা-মাশিলা সড়কের স্বরুপদাহ-ধূনারখাল সংলগ্ন মাধবপুর মৌজার কপোতাক্ষ নদ থেকে চয়নের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সবুজ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান পিবিআই যশোরের এসআই শরীফ এনামুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত