Ajker Patrika

নিষ্কাশনের ব্যবস্থা নেই অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২২, ১৯: ৪১
Thumbnail image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এ ছাড়া মহাসড়ক থেকে সংযোগ সড়কগুলো বেশি নিচু হওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়ছেন মানুষ।

কয়েক দিনের বৃষ্টিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সংযোগ সড়কগুলোর মধ্যে কাকিনা-রংপর, তুষভান্ডার-আমিনগঞ্জ, তুষভান্ডার-চাপারহাট, কালীগঞ্জ-চামটাহাট, চৌধুরী মোড়, বানিনগর-দলগ্রাম, বানিনগর-শুকানদিঘী, ভোটমারী-চামটাহাটসহ বিভিন্ন সড়কের বেশ কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। এ ছাড়া সংযোগ সড়ক উঁচুনিচু হওয়ায় এসব চলাচলে দুর্ভোগে পড়ছেন চলাচলকারীরা। বিশেষ করে মোটরসাইকেল ও রিকশা, সিএনজি চালকসহ হেঁটে বাজার করা মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক স্থানে রাস্তার পানির নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আশপাশের বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁর পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে সড়কগুলো সংস্কার করা হলেও কার্পেটিং উঠে গিয়ে তৈরি হচ্ছে খানাখন্দ। এতে চলাচলে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

কাকিনা-রংপর সড়কে চলাচলকারী হাতীবান্ধার তাপস চন্দ্র বলেন, ‘এই সড়কে চলতে গিয়ে পানি ছিটকে পড়ে অনেকের কাপড় নষ্ট হয়ে যায়। অনেকে গাড়িসহ পড়ে গিয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হচ্ছেন। এ ছাড়া কয়েক দিন আগে সড়কটিতে বালু ফেলে উঁচু করতে গিয়ে বৃষ্টির পানিতে এখন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।’

তুষভান্ডার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রাকিবুল ইসলাম পলাশ বলেন, ‘সামান্য বৃষ্টি হলে তুষভান্ডার-আমিনগঞ্জ সড়কে একহাঁটু পানি জমে যায় এবং সড়ক ভেঙে গর্তের সৃষ্টি হয়, ফলে সড়ক ব্যবহারকারীরা ঝুঁকি নিয়ে চলাচল করেন।’

অটোরিকশার চালক বুলবুল বলেন, ‘কাকিনা-রংপর সড়কে পানি জমলে নামতে সময় লাগে এক সপ্তাহেরও বেশি এবং প্রধান সড়ক থেকে সংযোগ সড়কটি নিচু হওয়ায় এক ধরনের অন্ধের মতো করে পানিতে গাড়ি চালাতে হয়।’

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, ‘এসব রাস্তার মোড়ে সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি বর্ষার আগেই কাজ হয়ে যাবে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে কাকিনা-রংপুর সড়কের কাজটি করার বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত