Ajker Patrika

হাজী সেলিমের আইনজীবীর অভিযোগ, দুদকের আইনজীবী বিভ্রান্তি ছড়াচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০০
হাজী সেলিমের আইনজীবীর অভিযোগ, দুদকের আইনজীবী বিভ্রান্তি ছড়াচ্ছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হাজী সেলিমের সংসদ সদস্যপদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

এর আগে দুদকের মামলায় হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয় ৯ ফেব্রুয়ারি। রায় প্রকাশের পর এক মাসের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। রায় বহাল থাকায় হাজী সেলিম সংসদ সদস্যপদ হারাবেন বলে সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তাঁর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল বৃহস্পতিবার হাজী সেলিমের আইনজীবী রাজা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আপিল বিভাগে আবেদন করব। সেখানেই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার আগেই সংসদ সদস্য পদ চলে যাবে, এমনটি বলার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুদকের আইনজীবী বিভ্রান্তি ছড়াচ্ছেন।’

আইনজীবী রাজা আরও জানান, বিচারিক আদালতে এখনো রায়ের নথি পৌঁছায়নি। নথি পৌঁছানোর পর আগামী মার্চের ২-৩ তারিখের মধ্যে হাজী সেলিম আত্মসমর্পণ করে আপিল বিভাগে জামিন চাইবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত