নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির সাংসদ হারুন অর রশীদসহ তিনজনের দণ্ডের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে সাজা সংশোধন করে দিয়েছেন আদালত। এই মামলায় তিন আসামি যত দিন কারাভোগ করেছেন ততদিনই সাজা হিসেবে গণ্য হবে। এর ফলে তাঁদের এখন আর জেলে যেতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। হারুন ছাড়া বাকি দুজন হলেন ব্যবসায়ী এনায়েতুর রহমান ও ইশতিয়াক সাদেক। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এই রায় দেন।
আসামিদের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এই মামলার সাজা পরিবর্তন করেছেন আদালত। এ মামলায়
হারুন অর রশীদ প্রায় ১৬ মাস কারাগারে ছিলেন, এই ১৬ মাস সাজা বহাল রাখা হয়েছে। তবে তিনি নির্দোষ। তিনি গাড়ি বিক্রি করেননি, কোনো অপরাধ করেননি। তাই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন তাঁরা।
মামলার অভিযোগে বলা হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৫ সালে ব্রিটেন থেকে একটি হ্যামার ব্র্যান্ডের গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনেন হারুন অর রশীদ। পরে তা ইশতিয়াক সাদেকের কাছে ৯৮ লাখ টাকায় বিক্রি করে দেন। এরপর সাদেক গাড়িটি চ্যানেল নাইনের এমডির কাছে বিক্রি করেন।
নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত গাড়ি তিন বছরের মধ্যে বিক্রি করলে শুল্ক দিতে হয়। কিন্তু এমপি হারুন শুল্ক না দিয়ে বিশ্বাসভঙ্গ করেছেন। এই অভিযোগে ২০০৭ সালে হারুনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় ২০১৯ সালের ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় হারুন অর রশীদকে ৫ বছরের দণ্ড দেন। সেইসঙ্গে তাঁকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার অপর আসামি চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির সাংসদ হারুন অর রশীদসহ তিনজনের দণ্ডের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে সাজা সংশোধন করে দিয়েছেন আদালত। এই মামলায় তিন আসামি যত দিন কারাভোগ করেছেন ততদিনই সাজা হিসেবে গণ্য হবে। এর ফলে তাঁদের এখন আর জেলে যেতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। হারুন ছাড়া বাকি দুজন হলেন ব্যবসায়ী এনায়েতুর রহমান ও ইশতিয়াক সাদেক। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এই রায় দেন।
আসামিদের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এই মামলার সাজা পরিবর্তন করেছেন আদালত। এ মামলায়
হারুন অর রশীদ প্রায় ১৬ মাস কারাগারে ছিলেন, এই ১৬ মাস সাজা বহাল রাখা হয়েছে। তবে তিনি নির্দোষ। তিনি গাড়ি বিক্রি করেননি, কোনো অপরাধ করেননি। তাই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন তাঁরা।
মামলার অভিযোগে বলা হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৫ সালে ব্রিটেন থেকে একটি হ্যামার ব্র্যান্ডের গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনেন হারুন অর রশীদ। পরে তা ইশতিয়াক সাদেকের কাছে ৯৮ লাখ টাকায় বিক্রি করে দেন। এরপর সাদেক গাড়িটি চ্যানেল নাইনের এমডির কাছে বিক্রি করেন।
নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত গাড়ি তিন বছরের মধ্যে বিক্রি করলে শুল্ক দিতে হয়। কিন্তু এমপি হারুন শুল্ক না দিয়ে বিশ্বাসভঙ্গ করেছেন। এই অভিযোগে ২০০৭ সালে হারুনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় ২০১৯ সালের ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় হারুন অর রশীদকে ৫ বছরের দণ্ড দেন। সেইসঙ্গে তাঁকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার অপর আসামি চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪