বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের নিবন্ধিত ইলিশ শিকারি মো. ফারুক শরিফ। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৪ দিন পার হলেও এখনো সরকারের বরাদ্দের চাল পাননি তিনি। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
একই ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের আরেক জেলে মো. ফিরোজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গতবারের নিষেধাজ্ঞার চালই এখনো পাই নাই। এবারের চাল কবে পামু জানি না। মোরা ধার-দেনায় জর্জরিত। মাছ ধরতে না পারলে দেনা পরিশোধ করমু কী দিয়া। ঘরে সয়সদয় যা আছেলে হ্যা শেষ, এহন খামু কী। দুই হপ্তা গেলেও মোরা কিছু পাই নাই।’
গত বুধবার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে এমনি অভিযোগ শোনা গেছে জেলেদের মুখে। সবার অভিযোগ, নিষেধাজ্ঞার ১৪ দিন শেষেও এখনো কেন তাঁদের ঘরে চাল পৌঁছায়নি। ফলে অনেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়েই জাল নিয়ে নদীতে নামছেন।
একদিকে প্রশাসনের অভিযান চলছে, অন্যদিকে জেলেরা ক্ষুধার তাড়নায় নদীতে জাল ফেলছেন। এতে গত ১৪ দিনে পেটের দায়ে নদীতে মাছ ধরতে নেমে এ উপজেলার বহু জেলে কারাদণ্ড ও জরিমানার শিকার হয়েছেন।
বেতাগী উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, উপকূলীয় বরগুনা জেলার বেতাগী উপজেলায় নিবন্ধিত ইলিশ শিকারি জেলে রয়েছেন ৩ হাজার ১০০ জন। নিষেধাজ্ঞার সময় জেলেরা যেন নদীতে ইলিশ শিকারে না যান সে জন্য প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে ত্রাণ ও ৩ হাজার ১০০ জন জেলেকে ৭৭.৫ টন চাল দেওয়ার কথা। ইতিমধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দের চাল এসেছে। তবে নিষেধাজ্ঞার ১৪ দিন পার হলেও এখনো উপজেলার জেলেদের মাঝে সেই চাল বিতরণ শুরু করতে পারেনি মৎস্য অধিদপ্তর।
জেলেদের চাল দেওয়ার ব্যাপারে উপজেলার মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলেদের জন্য বরাদ্দের চালের চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। তবে জেলা পরিষদ নির্বাচনের জন্য চাল বিতরণ শুরু করতে পারিনি। আমরা জেলেদের তালিকা প্রস্তুত করেছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই চাল বিতরণ শুরু করতে পারব।’
বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল গফফার বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের নামে চালের ডিও দেওয়া হয়েছে। আমি তাঁদের চাল দেওয়ার জন্য বারবার বলেছি। তাঁরা চাল বিতরণ কবে শুরু করবেন আমাকে এখনো জানাননি।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘নিষেধাজ্ঞার এই সময়ে জেলেরা যেন পরিবার-পরিজন নিয়ে না খেয়ে না থাকে সে জন্য প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হবে। আজ শুক্রবার থেকে আমরা এই চাল বিতরণ শুরু করব।’
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের নিবন্ধিত ইলিশ শিকারি মো. ফারুক শরিফ। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৪ দিন পার হলেও এখনো সরকারের বরাদ্দের চাল পাননি তিনি। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
একই ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের আরেক জেলে মো. ফিরোজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গতবারের নিষেধাজ্ঞার চালই এখনো পাই নাই। এবারের চাল কবে পামু জানি না। মোরা ধার-দেনায় জর্জরিত। মাছ ধরতে না পারলে দেনা পরিশোধ করমু কী দিয়া। ঘরে সয়সদয় যা আছেলে হ্যা শেষ, এহন খামু কী। দুই হপ্তা গেলেও মোরা কিছু পাই নাই।’
গত বুধবার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে এমনি অভিযোগ শোনা গেছে জেলেদের মুখে। সবার অভিযোগ, নিষেধাজ্ঞার ১৪ দিন শেষেও এখনো কেন তাঁদের ঘরে চাল পৌঁছায়নি। ফলে অনেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়েই জাল নিয়ে নদীতে নামছেন।
একদিকে প্রশাসনের অভিযান চলছে, অন্যদিকে জেলেরা ক্ষুধার তাড়নায় নদীতে জাল ফেলছেন। এতে গত ১৪ দিনে পেটের দায়ে নদীতে মাছ ধরতে নেমে এ উপজেলার বহু জেলে কারাদণ্ড ও জরিমানার শিকার হয়েছেন।
বেতাগী উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, উপকূলীয় বরগুনা জেলার বেতাগী উপজেলায় নিবন্ধিত ইলিশ শিকারি জেলে রয়েছেন ৩ হাজার ১০০ জন। নিষেধাজ্ঞার সময় জেলেরা যেন নদীতে ইলিশ শিকারে না যান সে জন্য প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে ত্রাণ ও ৩ হাজার ১০০ জন জেলেকে ৭৭.৫ টন চাল দেওয়ার কথা। ইতিমধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দের চাল এসেছে। তবে নিষেধাজ্ঞার ১৪ দিন পার হলেও এখনো উপজেলার জেলেদের মাঝে সেই চাল বিতরণ শুরু করতে পারেনি মৎস্য অধিদপ্তর।
জেলেদের চাল দেওয়ার ব্যাপারে উপজেলার মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলেদের জন্য বরাদ্দের চালের চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। তবে জেলা পরিষদ নির্বাচনের জন্য চাল বিতরণ শুরু করতে পারিনি। আমরা জেলেদের তালিকা প্রস্তুত করেছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই চাল বিতরণ শুরু করতে পারব।’
বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল গফফার বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের নামে চালের ডিও দেওয়া হয়েছে। আমি তাঁদের চাল দেওয়ার জন্য বারবার বলেছি। তাঁরা চাল বিতরণ কবে শুরু করবেন আমাকে এখনো জানাননি।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘নিষেধাজ্ঞার এই সময়ে জেলেরা যেন পরিবার-পরিজন নিয়ে না খেয়ে না থাকে সে জন্য প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হবে। আজ শুক্রবার থেকে আমরা এই চাল বিতরণ শুরু করব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪