Ajker Patrika

দুই রাজস্ব কর্মকর্তাসহ ৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৪৬
দুই রাজস্ব কর্মকর্তাসহ ৪ জনের নামে মামলা

চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় উপপরিচালক আবু সাঈদ বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ খান, সহকারী রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম মোল্লা, নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক আবদুল মান্নান চৌধুরী।

এজাহারে অভিযোগ আনা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করে সরকারি ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করেছেন। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউসে এ ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত