বোরহান জাবেদ, ঢাকা
কদিন আগে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে হতাশই করেছে বাংলাদেশ ‘এ’ দল। সৌম্য-নাঈমের মতো পরিচিত মুখদের ব্যর্থতার ভিড়ে যা একটু আশার আলো ছড়িয়েছেন সাকিব-তামিম।
সাকিব-তামিম! ‘আসল’ সাকিব-তামিম ইমার্জিং এশিয়া কাপ খেলেননি, খেলার কথাও নয়। খেলেছেন আসলে জুনিয়র সাকিব-তামিম। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে এরই মধ্যে দুজনই ঘরোয়া ক্রিকেটে ধীরে ধীরে পরিচিত নাম হয়ে উঠছেন। একজনের পুরো নাম তানজীম হাসান সাকিব, আরেকজন তানজীদ হাসান তামিম।
তাঁরা দুজনই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এর মধ্যে জুনিয়র তামিমকে তো সিনিয়র তামিমের কার্বন কপি বলা যায়। সিনিয়রের মতো তিনিও বাঁহাতি ওপেনার। জুনিয়র তামিম সিনিয়র তামিমকে আদর্শ মেনেই হাঁটছেন। সবাই তাঁকেও ‘তামিম’ বলেই ডাকে। নামটা তাঁর বাবা-মায়ের দেওয়া। তবে সেটা তামিম ইকবালের নাম দেখে নয়। ২৩ বছর আগে বগুড়ায় জুনিয়র তামিমের যখন জন্ম, তখনো সিনিয়র তামিমকেও মানুষ চিনত না। তবে ছোটবেলা থেকে সিনিয়র তামিমের ব্যাটিং দেখেই ‘তামিম ইকবাল’ হওয়ার স্বপ্নের বীজ বুনেছেন তানজীদ।
এদিক থেকে সিনিয়র সাকিবের সঙ্গে খুব একটা মিল নেই জুনিয়র সাকিবের। একজন বাঁহাতি অলরাউন্ডার, আরেকজন নিখাদ পেসার। যা একটু মিল—দুজনই মাঠে আক্রমণাত্মক থাকতে পছন্দ করেন। গত সপ্তাহে সাকিব সহাস্যে আজকের পত্রিকাকে বললেন, ‘এটা আমার সহজাত। আমি নিজেও বুঝি না মাঠের মধ্যে গেলে কীভাবে আমি আক্রমণাত্মক হয়ে যাই।’
দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপ মন্দ যায়নি সাকিবের। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। দলের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। ইমার্জিং এশিয়া কাপে নিজের বোলিং নিয়ে সাকিব বলছিলেন, ‘গত বিপিএলের পরই মূলত আমি অনুধাবন করি, উইকেটের জন্য বল করব না। ইকোনমিক্যাল বোলিং করার চেষ্টা করব। আক্রমণে এলে যত কম রান দিতে পারি। এটা আমার পরিকল্পনা ছিল। উইকেট নেওয়া বা নিতেই হবে—এই মানসিকতা ছিল না। আমি শুধু নিজেকে বলেছি, ভালো বোলিং করে যাব। আল্লাহর রহমতে সফল হয়েছি।’
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর চোটে এক বছর খেলার বাইরে ছিলেন সাকিব। ছন্দ ফিরে পেতে একটু বেশিই সময় লেগে গেছে তাঁর। সাকিবের অতৃপ্তি টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারায়। সাকিবের মতো দল ও নিজের পারফরম্যান্স নিয়ে অতৃপ্তি আছে তামিমেরও। কদিন আগে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আরেকটু ভালো করার জায়গা ছিল। সেট হয়ে আউট হয়ে গেছি, এখানে আরেকটু উন্নতি করা দরকার।’ ৪ ম্যাচে তাঁর ১৭৯ রান, স্ট্রাইক রেট ১১৬.৯৯। তিনিও টুর্নামেন্টে দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক। তবে তাঁর আফসোস ইনিংসগুলো বড় করতে পারেননি। তামিম বললেন, ‘যে ভুলগুলো হচ্ছে, কোচের সঙ্গে কথা বলে সেখানে উন্নতি করার চেষ্টা করছি। ৫০-৬০ রানের ইনিংস আরও বড় করা যায় কীভাবে, কোচের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি।’
দুজনের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় জাতীয় দলে জায়গা পোক্ত করতে শুরু করেছেন। তাঁদের মধ্যে এ নিয়ে আলাদা ভালো লাগা কাজ করলেও এ নিয়ে এখনই এত চিন্তিত নন। দুজনই বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিচ্ছেন। আসলেই, নামে মিল থাকলেও কাজে তাঁরা দুজন কতটা সিনিয়র সাকিব-তামিমের উত্তরসূরি হতে পারবেন, সময় বলে দেবে। তাঁরা যদি সত্যি জাতীয় দলে প্রতিষ্ঠিত হতে পারেন, বাংলাদেশ ক্রিকেট সুযোগ পাবে আরও অনেক দিন ‘সাকিব-তামিমে’ আচ্ছন্ন থাকার।
কদিন আগে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে হতাশই করেছে বাংলাদেশ ‘এ’ দল। সৌম্য-নাঈমের মতো পরিচিত মুখদের ব্যর্থতার ভিড়ে যা একটু আশার আলো ছড়িয়েছেন সাকিব-তামিম।
সাকিব-তামিম! ‘আসল’ সাকিব-তামিম ইমার্জিং এশিয়া কাপ খেলেননি, খেলার কথাও নয়। খেলেছেন আসলে জুনিয়র সাকিব-তামিম। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে এরই মধ্যে দুজনই ঘরোয়া ক্রিকেটে ধীরে ধীরে পরিচিত নাম হয়ে উঠছেন। একজনের পুরো নাম তানজীম হাসান সাকিব, আরেকজন তানজীদ হাসান তামিম।
তাঁরা দুজনই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এর মধ্যে জুনিয়র তামিমকে তো সিনিয়র তামিমের কার্বন কপি বলা যায়। সিনিয়রের মতো তিনিও বাঁহাতি ওপেনার। জুনিয়র তামিম সিনিয়র তামিমকে আদর্শ মেনেই হাঁটছেন। সবাই তাঁকেও ‘তামিম’ বলেই ডাকে। নামটা তাঁর বাবা-মায়ের দেওয়া। তবে সেটা তামিম ইকবালের নাম দেখে নয়। ২৩ বছর আগে বগুড়ায় জুনিয়র তামিমের যখন জন্ম, তখনো সিনিয়র তামিমকেও মানুষ চিনত না। তবে ছোটবেলা থেকে সিনিয়র তামিমের ব্যাটিং দেখেই ‘তামিম ইকবাল’ হওয়ার স্বপ্নের বীজ বুনেছেন তানজীদ।
এদিক থেকে সিনিয়র সাকিবের সঙ্গে খুব একটা মিল নেই জুনিয়র সাকিবের। একজন বাঁহাতি অলরাউন্ডার, আরেকজন নিখাদ পেসার। যা একটু মিল—দুজনই মাঠে আক্রমণাত্মক থাকতে পছন্দ করেন। গত সপ্তাহে সাকিব সহাস্যে আজকের পত্রিকাকে বললেন, ‘এটা আমার সহজাত। আমি নিজেও বুঝি না মাঠের মধ্যে গেলে কীভাবে আমি আক্রমণাত্মক হয়ে যাই।’
দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপ মন্দ যায়নি সাকিবের। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। দলের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। ইমার্জিং এশিয়া কাপে নিজের বোলিং নিয়ে সাকিব বলছিলেন, ‘গত বিপিএলের পরই মূলত আমি অনুধাবন করি, উইকেটের জন্য বল করব না। ইকোনমিক্যাল বোলিং করার চেষ্টা করব। আক্রমণে এলে যত কম রান দিতে পারি। এটা আমার পরিকল্পনা ছিল। উইকেট নেওয়া বা নিতেই হবে—এই মানসিকতা ছিল না। আমি শুধু নিজেকে বলেছি, ভালো বোলিং করে যাব। আল্লাহর রহমতে সফল হয়েছি।’
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর চোটে এক বছর খেলার বাইরে ছিলেন সাকিব। ছন্দ ফিরে পেতে একটু বেশিই সময় লেগে গেছে তাঁর। সাকিবের অতৃপ্তি টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারায়। সাকিবের মতো দল ও নিজের পারফরম্যান্স নিয়ে অতৃপ্তি আছে তামিমেরও। কদিন আগে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আরেকটু ভালো করার জায়গা ছিল। সেট হয়ে আউট হয়ে গেছি, এখানে আরেকটু উন্নতি করা দরকার।’ ৪ ম্যাচে তাঁর ১৭৯ রান, স্ট্রাইক রেট ১১৬.৯৯। তিনিও টুর্নামেন্টে দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক। তবে তাঁর আফসোস ইনিংসগুলো বড় করতে পারেননি। তামিম বললেন, ‘যে ভুলগুলো হচ্ছে, কোচের সঙ্গে কথা বলে সেখানে উন্নতি করার চেষ্টা করছি। ৫০-৬০ রানের ইনিংস আরও বড় করা যায় কীভাবে, কোচের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি।’
দুজনের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় জাতীয় দলে জায়গা পোক্ত করতে শুরু করেছেন। তাঁদের মধ্যে এ নিয়ে আলাদা ভালো লাগা কাজ করলেও এ নিয়ে এখনই এত চিন্তিত নন। দুজনই বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিচ্ছেন। আসলেই, নামে মিল থাকলেও কাজে তাঁরা দুজন কতটা সিনিয়র সাকিব-তামিমের উত্তরসূরি হতে পারবেন, সময় বলে দেবে। তাঁরা যদি সত্যি জাতীয় দলে প্রতিষ্ঠিত হতে পারেন, বাংলাদেশ ক্রিকেট সুযোগ পাবে আরও অনেক দিন ‘সাকিব-তামিমে’ আচ্ছন্ন থাকার।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫