Ajker Patrika

এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ০০
এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা

মুলাদীতে সালিস বৈঠকে এইচএসসি পরীক্ষার্থীকে ইউসুফ সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের স্কুলের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউসুফ সরদার গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ভাইয়ের শ্বশুর জলিল খানকে রক্ষা করতে গেলে চরপদ্মা গ্রামের শাওন ও সাইফুলসহ ৩-৪ জন তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয় বলে দাবি করে ইউসুফ সরদার।

শুক্রবার বেলা ১২টার দিকে সালিস বৈঠক শুরু হয়। সালিস বৈঠকে চরপদ্মা গ্রামের শাওন ও সাইফুল শরীফ সালিশের এক পক্ষ আয়নালকে গালি দেয়। এ সময় আয়নালের বেয়াই জলিল খান প্রতিবাদ করলে শাওন ও সাইফুল তাকে মারধর শুরু করেন। ইউসুফ সরদার তাঁকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেন।

সালিসে উপস্থিত মহসিন সিকদার বলেন, ‘ঝন্টু ও আয়নাল সম্পর্কে চাচা-ভাতিজা। আয়নাল তার ভাতিজা ঝন্টু ও তার স্ত্রীকে মারধর করায় ইউপি সদস্যের কাছে বিচার দেওয়া হয়। সালিস বৈঠকে তাদের মিলিয়ে দেওয়ার পরে চলে আসি। পরে কলেজছাত্রের ওপর হামলা হয়েছে বলে শুনেছি।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম চয়ন সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঝন্টু ও আয়নালের মধ্যে ঝামেলা হওয়ায় মীমাংসার আয়োজন করা হয়েছিল। ওই ঘটনার মীমাংসা শেষে কলেজছাত্র ইউসুফ ও শাওনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে আহত করা হয়। হামলাকারী শাওন ও সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত