জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বিদ্রোহীদের সঙ্গে।
বিশেষ করে বারহাল, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ সদর, সুলতানপুর ও কসকনকপুর ইউপিতে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী। নৌকার বিজয়ে তাঁরাই পথের কাঁটা বলে তৃণমূল নেতা-কর্মীরা জানিয়েছেন।
উপজেলার ৯ ইউপির মধ্যে চারটিতে বর্তমান চেয়ারম্যান, তিনটিতে সাবেক চেয়ারম্যান আর দুটি ইউপিতে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
খোঁজ নিয়ে জানা গেছে দলীয় কোন্দল, প্রার্থীদের প্রতি নেতাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, জনবিচ্ছিন্নতা, এলাকার উন্নয়নে অমনোযোগিতা, স্থানীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নৌকা প্রতীক রয়েছে ঝুঁকিতে।
বারহাল ইউপিতে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হামিদ চৌধুরী। এখানে দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান সদস্য সুমন আহমদ চৌধুরী। এ ছাড়া সাবেক চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান দলের মনোনয়ন চেয়ে না পেয়ে ভেতরে-ভেতরে ক্ষুব্ধ। বর্তমান চেয়ারম্যান জামায়াত সমর্থক মোস্তাক আহমদ চৌধুরী রয়েছেন সুবিধাজনক স্থানে।
বীরশ্রী ইউপিতে দলের একক প্রার্থী আব্দুস সাত্তারের বিপরীতে বিএনপি ঘরানার প্রার্থী একাধিকবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু। এখানে নৌকা জেতার সম্ভাবনা আধাআধি।
কাজলসার ইউপিতে নৌকার প্রার্থী জুলকারনাইন লস্কর। এখানে নৌকার বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আম্বিয়া।
খলাছড়া ইউপিতে দুবারের চেয়ারম্যান কবির আহমদ এবারও নৌকার প্রার্থী। ইউনিয়ন কার্যালয়ের জায়গা সংক্রান্ত জটিলতা এখানে নির্বাচনে বড় ফ্যাক্টর। এখানে দলের দুই বিদ্রোহী প্রার্থী হলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক।
জকিগঞ্জ ইউপিতে দলের নতুন প্রার্থী মাওলানা আফতাব আহমদ। তিনি ফুলতলীর পীরের দল আঞ্জুমানে আল ইসলাহর সমর্থক বলে পরিচিত। এ ইউপিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ও জামায়াত ঘরানার সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ শক্তিশালী প্রার্থী।
সুলতানপুর ইউপিতে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর বড় বাধা ঘরেই। তাঁর চাচাতো ভাই রিমন আহমদ চৌধুরী লাঙল প্রতীকের প্রার্থী। এখানে দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম। সাবেক চেয়ারম্যান খেলাফত মজলিশের সমর্থক বুরহান উদ্দিনও শক্তিশালী প্রার্থী।
বারঠাকুরিতে তৃণমূলের মতামত উপেক্ষা করে বর্তমান চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে মনোনয়ন দেওয়া হয়েছে। কসকনকপুরে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। তাঁর সঙ্গে লড়বেন বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর।
মানিকপুরে নৌকা পেয়েছেন সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান। তৃণমূলের সমান ভোট পেয়েও মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ রিলন আহমদ চৌধুরী। এখানে শক্তিশালী প্রার্থী জাপার বর্তমান চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, আওয়ামী লীগ বড় দল। এখানে প্রতিযোগিতা আছে, দলে কোনো কোন্দল নেই।
জকিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বিদ্রোহীদের সঙ্গে।
বিশেষ করে বারহাল, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ সদর, সুলতানপুর ও কসকনকপুর ইউপিতে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী। নৌকার বিজয়ে তাঁরাই পথের কাঁটা বলে তৃণমূল নেতা-কর্মীরা জানিয়েছেন।
উপজেলার ৯ ইউপির মধ্যে চারটিতে বর্তমান চেয়ারম্যান, তিনটিতে সাবেক চেয়ারম্যান আর দুটি ইউপিতে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
খোঁজ নিয়ে জানা গেছে দলীয় কোন্দল, প্রার্থীদের প্রতি নেতাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, জনবিচ্ছিন্নতা, এলাকার উন্নয়নে অমনোযোগিতা, স্থানীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে নৌকা প্রতীক রয়েছে ঝুঁকিতে।
বারহাল ইউপিতে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হামিদ চৌধুরী। এখানে দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান সদস্য সুমন আহমদ চৌধুরী। এ ছাড়া সাবেক চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান দলের মনোনয়ন চেয়ে না পেয়ে ভেতরে-ভেতরে ক্ষুব্ধ। বর্তমান চেয়ারম্যান জামায়াত সমর্থক মোস্তাক আহমদ চৌধুরী রয়েছেন সুবিধাজনক স্থানে।
বীরশ্রী ইউপিতে দলের একক প্রার্থী আব্দুস সাত্তারের বিপরীতে বিএনপি ঘরানার প্রার্থী একাধিকবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু। এখানে নৌকা জেতার সম্ভাবনা আধাআধি।
কাজলসার ইউপিতে নৌকার প্রার্থী জুলকারনাইন লস্কর। এখানে নৌকার বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আম্বিয়া।
খলাছড়া ইউপিতে দুবারের চেয়ারম্যান কবির আহমদ এবারও নৌকার প্রার্থী। ইউনিয়ন কার্যালয়ের জায়গা সংক্রান্ত জটিলতা এখানে নির্বাচনে বড় ফ্যাক্টর। এখানে দলের দুই বিদ্রোহী প্রার্থী হলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক।
জকিগঞ্জ ইউপিতে দলের নতুন প্রার্থী মাওলানা আফতাব আহমদ। তিনি ফুলতলীর পীরের দল আঞ্জুমানে আল ইসলাহর সমর্থক বলে পরিচিত। এ ইউপিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ও জামায়াত ঘরানার সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ শক্তিশালী প্রার্থী।
সুলতানপুর ইউপিতে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর বড় বাধা ঘরেই। তাঁর চাচাতো ভাই রিমন আহমদ চৌধুরী লাঙল প্রতীকের প্রার্থী। এখানে দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম। সাবেক চেয়ারম্যান খেলাফত মজলিশের সমর্থক বুরহান উদ্দিনও শক্তিশালী প্রার্থী।
বারঠাকুরিতে তৃণমূলের মতামত উপেক্ষা করে বর্তমান চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে মনোনয়ন দেওয়া হয়েছে। কসকনকপুরে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। তাঁর সঙ্গে লড়বেন বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর।
মানিকপুরে নৌকা পেয়েছেন সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান। তৃণমূলের সমান ভোট পেয়েও মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ রিলন আহমদ চৌধুরী। এখানে শক্তিশালী প্রার্থী জাপার বর্তমান চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, আওয়ামী লীগ বড় দল। এখানে প্রতিযোগিতা আছে, দলে কোনো কোন্দল নেই।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫