Ajker Patrika

শিক্ষার্থীর নাক ফাটালেন স্কুলের অফিস সহকারী

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪২
শিক্ষার্থীর নাক ফাটালেন স্কুলের অফিস সহকারী

বগুড়ার ধুনট উপজেলায় মারধরের পর এক শিক্ষার্থীকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার এলাঙ্গী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর অভিযোগ, প্রশংসাপত্রের জন্য টাকা না দেওয়ায় বিদ্যালয়ের অফিস সহকারী ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিয়েছেন। তবে প্রধান শিক্ষকসহ অফিস সহকারী বিষয়টি অস্বীকার করেছেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থী সৌরভ হাসান বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শৈলমারী গ্রামের এনায়েত আলীর ছেলে সৌরভ হাসান। এবার এলাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে মানবিক শাখায় এসএসসি পাস করেছে। কলেজে ভর্তির জন্য মঙ্গলবার সকালের দিকে প্রশংসাপত্রের জন্য ওই বিদ্যালয়ের অফিসে যায় সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা ফি দাবি করেন। এ সময় ওই শিক্ষার্থী ২০০ টাকা দিতে রাজি হয়। এ বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক ও ওই শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

এ সময় বিদ্যালয়ের অফিস সহকারী জামিল উদ্দিন অফিস কক্ষের ভেতর শিক্ষার্থী সৌরভ হাসানকে মারধরের একপর্যায়ে নাকে ঘুষি মেরে ফাটিয়ে দেন। পরে সহপাঠীরা সৌরভ হাসানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।

বিদ্যালয়ের অফিস সহকারী জামিল উদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষককের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ওই শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ সময় ধাক্কা লেগে আহত হয় সে। তাকে কোনো প্রকার মারধর করা হয়নি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, প্রশংসাপত্রের জন্য ৩০০ টাকা ফি চাওয়া হয়েছিল। ওই শিক্ষার্থী টাকা না দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তখন তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। অফিস কক্ষের ভেতর কোনো মারধরের ঘটনা ঘটেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদেকুর রহমান বলেন, শিক্ষার্থীর নাকে আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকা বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত