নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠের খেলায় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কতটা বিশেষ হতে পারবে, তা সময় বলে দেবে। তবে এরই মধ্যে সূচির জটিলতায় ‘বিশেষ’ হয়ে গেছে ভারতে হতে যাওয়া ৫০ ওভারের শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্টটি। শুরুর আর দুই মাস বাকি। অথচ দলগুলো এখনো টুর্নামেন্টের সূচি নিয়ে নিশ্চিন্ত নয়—এমনটা সর্বশেষ কোন বিশ্বকাপে হয়েছে? এমনকি উপমহাদেশের তিন দেশে হওয়া ২০১১ বিশ্বকাপের সূচি নিয়েও এত জটিলতা দেখা যায়নি।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১৩ মাস আগে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল উদ্বোধনী ম্যাচের ১৮ মাস আগে। কিন্তু ভারত বিশ্বকাপ এখানে যেন অনন্য রেকর্ডই গড়ে ফেলেছে। নানা জট-জটিলতা পেছনে ফেলে গত ২৭ জুন প্রকাশ করা হয়েছিল বিশ্বকাপের সূচি। কিন্তু জটিলতা শেষ হয়েও হয়নি। এখনো সূচি চূড়ান্ত বলার সুযোগ নেই।
আয়োজকেরা সূচিতে আরও কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন। ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর। ক্রিকইনফোসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহমেদাবাদের পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে, ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসব শুরু হওয়ায় একই সময় ম্যাচে জোর নিরাপত্তা দেওয়া কঠিন হবে। ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায় তারা। এতে ম্যাচটি এক দিন এগোচ্ছে। পাল্টাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ম্যাচের সূচিও। ১২ অক্টোবর হওয়ার কথা থাকলেও দুই এশিয়ান দল মুখোমুখি হবে ১০ অক্টোবর। বদলে যাবে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচের সূচিও। এটি হতে পারে ১৩ অক্টোবর। এমনকি পরিবর্তন হতে পারে ১৪ অক্টোবর চেন্নাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সূচিও। একটি সূচি বদলে যাওয়ার অর্থ ওই ম্যাচের আশপাশে থাকা অন্তত চারটি সূচি এলোমেলো হওয়া।
গত সপ্তাহে বিসিসিআইয়ের সচিব জয় শাহ নিশ্চিত করেন, বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আসছে। তবে তাঁর দাবি, নবরাত্রির কারণে সূচি পরিবর্তন হয়নি। তিনি জানান, গত সপ্তাহে আইসিসির পূর্ণ সদস্যের বেশ কয়েকটি বোর্ড অনুরোধ করে বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনতে। এতেই বেশ কয়েকটি ম্যাচে পরিবর্তন আসছে। যদি জয়ের কথা সত্যি হয়, তবে এই অনুরোধের তালিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নেই, সেটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
গতকাল ক্রিকইনফোর খবরে বলা হয়, ভারত-পাকিস্তানসহ কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন করে বিসিসিআই আইসিসিকে দিয়েছে। পরিবর্তিত সূচি আইসিসি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে যাওয়ার পর তাতে সম্মতিও মিলেছে। তবে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো ‘যদি-কিন্তু’ আছে। বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকার গঠন করেছে বিশেষ কমিটি। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটির আজ বৈঠকে বসার কথা। কমিটি যে সুপারিশ করবে, সেটির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের সরকারপ্রধান।
এসব জটিলতা কখনো কখনো পরিকল্পনায় ব্যাঘাত ঘটালেও বিসিবি এসব নিয়ে খুব একটা ভাবছে না। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা গত পরশু আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং নয়। কারণ, আমরা উপমহাদেশেরই দল। হয়তো লজিস্টিক চ্যালেঞ্জ থাকবে। অনেক ফ্লাইট আছে, তাদের হোটেল বুক করতে হবে। তবে এসব আইসিসিকে মোকাবিলা করতে হবে।’
সূত্র জানায়, এক সপ্তাহের মধ্যে দূর হতে পারে বিশ্বকাপ সূচির জটিলতা। যেহেতু ১০ আগস্টের মধ্যে টিকিট ছাড়ার পরিকল্পনা আয়োজকদের, তার আগে সূচির সমাধান হতেই হবে।
মাঠের খেলায় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কতটা বিশেষ হতে পারবে, তা সময় বলে দেবে। তবে এরই মধ্যে সূচির জটিলতায় ‘বিশেষ’ হয়ে গেছে ভারতে হতে যাওয়া ৫০ ওভারের শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্টটি। শুরুর আর দুই মাস বাকি। অথচ দলগুলো এখনো টুর্নামেন্টের সূচি নিয়ে নিশ্চিন্ত নয়—এমনটা সর্বশেষ কোন বিশ্বকাপে হয়েছে? এমনকি উপমহাদেশের তিন দেশে হওয়া ২০১১ বিশ্বকাপের সূচি নিয়েও এত জটিলতা দেখা যায়নি।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১৩ মাস আগে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল উদ্বোধনী ম্যাচের ১৮ মাস আগে। কিন্তু ভারত বিশ্বকাপ এখানে যেন অনন্য রেকর্ডই গড়ে ফেলেছে। নানা জট-জটিলতা পেছনে ফেলে গত ২৭ জুন প্রকাশ করা হয়েছিল বিশ্বকাপের সূচি। কিন্তু জটিলতা শেষ হয়েও হয়নি। এখনো সূচি চূড়ান্ত বলার সুযোগ নেই।
আয়োজকেরা সূচিতে আরও কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন। ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর। ক্রিকইনফোসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহমেদাবাদের পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে, ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসব শুরু হওয়ায় একই সময় ম্যাচে জোর নিরাপত্তা দেওয়া কঠিন হবে। ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায় তারা। এতে ম্যাচটি এক দিন এগোচ্ছে। পাল্টাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ম্যাচের সূচিও। ১২ অক্টোবর হওয়ার কথা থাকলেও দুই এশিয়ান দল মুখোমুখি হবে ১০ অক্টোবর। বদলে যাবে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচের সূচিও। এটি হতে পারে ১৩ অক্টোবর। এমনকি পরিবর্তন হতে পারে ১৪ অক্টোবর চেন্নাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সূচিও। একটি সূচি বদলে যাওয়ার অর্থ ওই ম্যাচের আশপাশে থাকা অন্তত চারটি সূচি এলোমেলো হওয়া।
গত সপ্তাহে বিসিসিআইয়ের সচিব জয় শাহ নিশ্চিত করেন, বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আসছে। তবে তাঁর দাবি, নবরাত্রির কারণে সূচি পরিবর্তন হয়নি। তিনি জানান, গত সপ্তাহে আইসিসির পূর্ণ সদস্যের বেশ কয়েকটি বোর্ড অনুরোধ করে বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনতে। এতেই বেশ কয়েকটি ম্যাচে পরিবর্তন আসছে। যদি জয়ের কথা সত্যি হয়, তবে এই অনুরোধের তালিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নেই, সেটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
গতকাল ক্রিকইনফোর খবরে বলা হয়, ভারত-পাকিস্তানসহ কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন করে বিসিসিআই আইসিসিকে দিয়েছে। পরিবর্তিত সূচি আইসিসি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে যাওয়ার পর তাতে সম্মতিও মিলেছে। তবে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো ‘যদি-কিন্তু’ আছে। বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকার গঠন করেছে বিশেষ কমিটি। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটির আজ বৈঠকে বসার কথা। কমিটি যে সুপারিশ করবে, সেটির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের সরকারপ্রধান।
এসব জটিলতা কখনো কখনো পরিকল্পনায় ব্যাঘাত ঘটালেও বিসিবি এসব নিয়ে খুব একটা ভাবছে না। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা গত পরশু আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং নয়। কারণ, আমরা উপমহাদেশেরই দল। হয়তো লজিস্টিক চ্যালেঞ্জ থাকবে। অনেক ফ্লাইট আছে, তাদের হোটেল বুক করতে হবে। তবে এসব আইসিসিকে মোকাবিলা করতে হবে।’
সূত্র জানায়, এক সপ্তাহের মধ্যে দূর হতে পারে বিশ্বকাপ সূচির জটিলতা। যেহেতু ১০ আগস্টের মধ্যে টিকিট ছাড়ার পরিকল্পনা আয়োজকদের, তার আগে সূচির সমাধান হতেই হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫