Ajker Patrika

পোলট্রি খামারির মাথায় হাত

আনিসুল হক জুয়েল, দিনাজপুর
আপডেট : ১৬ জুন ২০২২, ১৩: ৪৬
পোলট্রি খামারির মাথায় হাত

দিনাজপুরে লোকসানের মুখে একের পর এক বন্ধ হচ্ছে পোলট্রি খামার। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মুরগির বাচ্চা ও পোলট্রি ফিডের দাম। 
কিন্তু সে অনুপাতে লাভ না আসছে না। এই অবস্থায় আমিষের ঘাটতি পূরণে বাচ্চা ও খাবারের দাম কমানোসহ এ খাতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন খামারিরা। তা না হলে ছোট খামারগুলো বন্ধ হয়ে গেলে ডিম ও মুরগির দাম দ্বিগুণ হবে বলে মনে করেন তাঁরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলতাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাজারে সবকিছুর সঙ্গে বেড়েছে পোলট্রি খাদ্যের দাম। এতে ছোট খামারিরা কুলিয়ে উঠতে পারছেন না। ফলে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে।

পোলট্রি শিল্পকে বাঁচাতে পোলট্রি খাদ্যে ভর্তুকি দেওয়া আবশ্যক বলে মনে করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় সব মিলিয়ে ১ হাজার ৮৭৬টি পোলট্রি খামার আছে। তবে খামারিদের হিসাবে এ 
সংখ্যা হাজারেরও বেশি। এসব খামারে ৫০০ থেকে ১ লাখ পর্যন্ত মুরগি রয়েছে। গত কয়েক দিন দিনাজপুর সদর, চিরিরবন্দর ও বিরলসহ 
কয়েকটি উপজেলার বেশকিছু খামার ঘুরে দেখা গেছে, গত বছরও মুরগির কক কক শব্দে মুখর ছিল যে খামারগুলো, সেখানে এখন সুনসান নীরবতা। মুরগির বাচ্চা আর খাদ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে পুষিয়ে উঠতে না পেরে মুরগি কমিয়ে ফেলছেন খামারিরা।

কেউবা পুঁজি হারানোর ভয়ে একেবারেই খামার গুটিয়ে নিয়েছেন। 
চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামের সোনালি মুরগির খামারি আব্দুস সালাম বলেন, মুরগির খামার করে আর টিকে থাকা যাচ্ছে না। তার খামারে ২ হাজার ২০০ মুরগি বিক্রি করা পর্যন্ত খরচ হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা। আর বিক্রি করেছেন ২ লাখ ৭০ হাজার টাকা। একটি শেডেই তিনি লোকসান দিয়েছেন ১৯ হাজার টাকা।

একই উপজেলার হাজির মোড়ের খামারি দুলাল ইসলাম বলেন, ‘প্রবাস থেকে ফিরে মুরগির খামার করছি, এখন পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছি। মুরগির বাচ্চা আর খাদ্যের দামের সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না।

মুরগির বাচ্চার দাম এর আগে ২৫ থেকে ৩১ টাকা করে কিনেছি; আর গত শেডে কিনেছি ১ হাজার ৫০০ বাচ্চা, প্রতিটি ৬১ টাকা করে। ২ হাজার ৭০০ টাকার খাদ্য এবার কিনেছি ৩ হাজার ১০০ টাকায়, তাহলে কিভাবে খামার করে লাভবান হব।’

বিরল উপজেলার খামারি খলিলুল্লাহর তিনটি শেড ছিল। মুরগি ছিল চার হাজার। এখন দুটি শেড বন্ধ।

একটিতে ১ হাজার ২০০ মুরগি আছে। জানালেন মুরগির বয়স বেশি হওয়ায় ডিমের পরিমাণও কমে গেছে। সেই সঙ্গে ওজন কমেছে ডিমের। নতুন করে এবার মুরগি তোলেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত