Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নয়জন

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১: ২০
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। গত রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মিরসরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৬ ইউনিয়নের মধ্যে ৯ ইউপিতে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থিতা যাচাই-বাছাই শেষে যদি তাঁদের মনোনয়নপত্র বৈধ হয় তাহলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন তাঁরা হলেন করেরহাট ইউপিতে মো. এনায়েত হোসেন নয়ন, ধুমে এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, ওচমানপুরে মফিজুল হক, ইছাখালীতে মো. মোস্তফা, কাটাছরায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মঘাদিয়ায় জাহাঙ্গীর হোসাইন, মায়ানীতে কবির আহমদ নিজামী, হাইতকান্দিতে জাহাঙ্গীর কবির চৌধুরী, সাহেরখালীতে কামরুল হায়দার চৌধুরী। এঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

এদিকে মিরসরাইয়ের বাকি সাত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন স্বতন্ত্র প্রার্থীসহ দুজন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।

এদিকে হিঙ্গুলী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া, জোরারগঞ্জ ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, দুর্গাপুরে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব, মিরসরাই সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার ফারুক ও মো. আজম, মিঠানালায় সাবেক চেয়ারম্যান এস এম আবু তাহের ভূঁইয়া ও শেখ মাঈনুল হাসান রাজু, খইয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ও ওয়াহেদপুর ইউনিয়নে মো. আলা উদ্দিন।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ১৬ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৬০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আপিলের নিষ্পত্তি হবে ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত